খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণের প্রস্তুতি

Home Page » জাতীয় » খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণের প্রস্তুতি
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮



 ফাইল ছবি বঙ্গ-নিউজ: দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। খালেদার মুক্তির দাবিতে দেশব্যাপী নেতাকর্মী ও সমর্থকদের মাঝে লিফলেট বিতরণের প্রস্তুতি চলছে বিএনপিতে। বৃহস্পতিবার (১ মার্চ) এই লিফলেট বিতরণের জন্য এরইমধ্যে কেন্দ্র থেকে পৌঁছে গেছে জেলায় জেলায়।

যা থাকছে এই লিফলেটে!

বিএনপি’র শীর্ষ ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মোট নয়টি পয়েন্ট তুলে ধরা হয়েছে লিফলেটে। ‘বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কর্তৃক প্রকাশিত’ লিফলেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘প্রতিহিংসার বিচারে বন্দি; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার দেশবাসীর প্রতি আহ্বান’।

বিএনপির লিফলেটে বলা হয়েছে, ‘দেশের সব প্রথা-প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ওয়াদাকে ভাঁওতাবাজি প্রমাণ করে চালের দাম এখন ৭০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।’

এতে দাবি করা হয়েছে, ‘মানুষের কাজের সংস্থান নেই। চাকরির খোঁজে লুকিয়ে বিদেশ যাওয়ার পথে আমাদের তরুণরা সাগরে ডুবে মরছে।’

বিএনপির লিফলেটে বলা হয়েছে, ‘উন্নয়ন প্রকল্পের ব্যয় পাঁচ-দশগুণ বাড়িয়ে এরা লুটের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি এখন লাগামছাড়া।’

দেশে ন্যায়বিচার নেই, ইনসাফ নেই, জনগণের নিরাপত্তা নেই। নারী ও শিশুরা পাশবিক নির্যাতনের শিকার বলেও দাবি করা হয়েছে লিফলেটে।

এতে আরও বলা হয়েছে, ‘দেশে এখন সত্যিকারের সংসদ নেই। তথাকথিত সংসদে নেই প্রকৃত বিরোধী দল। শাসকদের কোথাও কোনো জবাবদিহিতা নেই।’

‘অনেক মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। দুঃসহ বন্দি জীবন কাটাচ্ছেন অগণিত নেতাকর্মী ও ভিন্নমতের মানুষরা। অসংখ্য মানুষ হামলা-মামলা-হুলিয়া নির্যাতনের শিকার হচ্ছেন।’

বাংলাদেশের মানুষ এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করে ‘খালেদার আহ্বান’র লিফলেটে বলা হয়েছে, ‘আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি।’

‘আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের

জন্য, জনগণের সরকার কায়েমের জন্য শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না।’

লিফলেট এরইমধ্যে রাজধানীসহ সারাদেশের জেলা ও মহানগরী পর্যায়ে পৌঁছেছে বলে  নিশ্চিত করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।

লিফলেট পাওয়া মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা নেত্রীর পক্ষ থেকে পাঠানো লিফলেট সংগ্রহ করেছি। রাতেই জেলার অন্যান্য শহরে পাঠানো হবে। আগামীকাল একযোগে জনগণের কাছে চেয়ারপারসনের বাণী পৌঁছে দেবো এবং সবাইকে এই অনাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানাবো।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি প্রধান খালেদাকে কারাগারে পাঠানোর পর থেকে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। এরমধ্যে অবস্থান, মানববন্ধন, অনশন, স্মারকলিপি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি উল্লেখযোগ্য। নয়াপল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালনকালে পুলিশি বাধার অভিযোগ করে বিএনপি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘লিফলেট বিতরণ’ কর্মসূচির ঘোষণা দেন ।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৪   ৫৭১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ