বঙ্গ-নিউজ: বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, ড. আবদুর রাজ্জাক, ওবায়দুল কাদের, রশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং ড. আবদুস সোবহান গোলাপ।
প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে শেরপুরের নকলায় একেএম মাহবুবুল আলম, ভোলার তজুমদ্দিনে ফজলুল হক, পৌরসভার মেয়র পদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কামাল হোসেন শেখ, টাঙ্গাইলের এলেঙ্গায় নূর-এ-আলম সিদ্দিকী, ময়মনসিংহের হালুয়াঘাটে খায়রুল আলম ভূঞা, সুনামগঞ্জের সদরে নাদের বখত, চট্টগ্রামের নাজিরহাটে মুজিবুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছীতে তাকবীর হাসান, শিলমাড়িয়ায় সাজ্জাদ হোসেন (মুকুল), বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চায় আবদুল হাকিম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহে আবুল কালাম আজাদ, আইলহাঁসে আবদুল মালেক, জীবননগর উপজেলার বাঁকায় আবদুল কাদের প্রধান, হাসাদাহে রবিউল ইসলাম, রায়পুরে তাহাজ্জত হোসেন, যশোরের শার্শা উপজেলার লক্ষণপুরে আনোয়ারা খাতুন, মাগুরার মহম্মদপুর উপজেলার মহম্মদপুরে রাবেয়া বেগম।
বরগুনার তালতলী উপজেলার শারিকখালীতে আবুল বাসার তালুকদার, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জে আবদুস সালাম সিকদার, চম্পাপুরে রিন্টু তালুকদার, মিঠাগঞ্জে কাজী হেমায়েত উদ্দিন হিরন, বালিয়াতলীতে এবিএম হুমায়নু কবির, ধানখালীতে টিনু মৃধা, দুমকী উপজেলার শ্রীরামপুরে আমিনুল ইসলাম, লেবুখালীতে শাহ আলম আকন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরে জাহিদুল হাসান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুরে শহিদুল ইসলাম, লক্ষিন্দরে আবদুল আজিজ মিয়া, ধলাপাড়ায় শফিকুল ইসলাম, সাগরদিঘীতে হেকমত সিকদার, সন্ধানপুরে মতিয়ার রহমান সরকার, সংগ্রামপুরে আবদুর রহিম, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগরে গোলাম সরোয়ার জাহান, কালিহাতী উপজেলার বাংড়ায় রিয়াজ উদ্দিন আহমেদ, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুরে সহীদুল ইসলাম, চর মাধবদিয়ায় তুহিনুর রহমান, নর্থচ্যানেলে মোফাজ্জেল হোসেন, আলিয়াবাদে ওমর ফারুক, ডিক্রীরচরে মেহেদী হাসান (মিন্টু), মাচ্চরে এসএম সরোয়ার হোসেন (সন্টু), অম্বিকাপুরে আবু সাইদ চৌধুরী (বারী), কৃষ্ণনগরে একেএম বাদশা মিয়া, কানাইপুরে ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, কৈজুরীতে খন্দকার ইফতেখার মোহাম্মদ (ইকু), গেরদায় জাহিদুর রহমান জাহিদ, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ে সালাহউদ্দিন সরকার, পিরুজালীতে জালাল উদ্দিন, মির্জাপুরে মোশারফ হোসেন দুলাল, নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে মরিয়ম বেগম মোক্তা, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়ায় আবুল কালাম আজাদ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জে মাসার আহমেদ শাহ, মাইজগাঁওয়ে জুবেদ আহমদ চৌধুরী, ঘিলাছড়ায় লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারায় লুদু মিয়া, উত্তর ফেঞ্চুগঞ্জে জসীম উদ্দিন আহমদ, কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণে ফারুক হোসেন ভূইয়া, শিলমুড়ি উত্তরে আবু ইসহাক, খোশবাস দক্ষিণে আবদুর রব, বুড়িচং উপজেলার বাকশীমুলে আবদুল করিম, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালায় ধনিতা চাকমা, বাবুছড়ায় মজিবুর রহমান, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় আমিলুর রাজী।
বাংলাদেশ সময়: ১৩:১৭:১৮ ৪৮৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম