হাওরকবি জীবন কৃষ্ণের কবিতা “আমরা হাওরবাসী”

Home Page » সাহিত্য » হাওরকবি জীবন কৃষ্ণের কবিতা “আমরা হাওরবাসী”
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮



আমরা হাওরবাসী

হাওর পাড়ে বাড়ী মোদের
হাওর পাড়ে বাসা
হাওর পাড়েই জন্ম মোদের
মনে কতো আশা!
বাড়ী করবো,গাড়ী করবো
হবো কতো ধনী,
ধনী হওয়ার স্বপ্ন নিয়েই
সোনার ফসল বুনি।
বৈশাখ মাসে বজ্রপাতের
শব্দ যখন শুনি
চারিদিকে একি! আওয়াজ
কান্না-কাটির ধ্বনি।
ফসল কাটতে কাঁচি নিয়ে
ক্ষেতে যখন যাই
চারিদিকে জাঙ্গাল ভাঙ্গার
ধ্বনি শুনতে পাই।
একসময় সব তলিয়ে যায়
জাঙ্গাল ভাঙ্গার জলে
এভাবেতেই সুখে, দুখে
মোদের জীবন চলে।
দু-মুটো ধান কাটতে পারলেই
আমরা কত খুশি!
আমরা হাওরবাসীরে ভাই
আমরা হাওরবাসী।

বর্ষাকালে বন্যার জলে
বাড়িতে দেয় হানা
কতো বাড়ি,ঘর তলিয়ে যায়
যায়না তাহা গোনা
বছর বছর ভোট দিয়ে যায়
এই হাওরের মানুষ
নির্বাচনের নাম শুনিলেই
হয়ে যায় তারা বেহুঁশ
কি পেল আর কি দিল ভাই
তার নেই কোন হিসাব
সেই সুযোগেই কত কোকিলরা
হয়েছে বাবু,সাব।
বন্যার পরে বাবু,সাবেরা
ঘুরে দেখলেই খুশি!
আমরা হাওরবাসী রে ভাই
আমরা হাওরবাসী।

কবিতায় আর কি লিখবো ভাই
মোদের দুঃখ কথা
যত বলি ততই বাড়ে
কেবল মনের ব্যাথা।
স্বপ্ন নিয়ে জন্ম মোদের
স্বপ্ন নিয়েই মরণ
এভাবেতেই চলছি মোরা
চলছি আজীবন।
না জানি ভাই আর কতোদিন
চলবো এমন করে,
সুখ,দুঃখকেই সঙ্গী করে
চলছি বছর ধরে।
ভাগ্য দোষেই কষ্ট মোদের
কাউকে নাহি দোষী
আমরা হাওরবাসীরে ভাই
আমরা হাওরবাসী।
২৬/০৭/১৬
কবিকুঞ্জ,বাট্টা।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪১   ৭২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ