বইমেলায় ধর্মপাশার তরুণ কবি জীবন কৃষ্ণ সরকারের দ্বিতীয় কাব্যগ্রন্থ “হাওরবিলাপ’র মোড়ক উন্মোচন

Home Page » বিবিধ » বইমেলায় ধর্মপাশার তরুণ কবি জীবন কৃষ্ণ সরকারের দ্বিতীয় কাব্যগ্রন্থ “হাওরবিলাপ’র মোড়ক উন্মোচন
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮



বঙ্গনিউজ ডেস্কঃ
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় বঙ্গনিউজ লাইভ প্রোগ্রাম মঞ্চে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা(দঃ) ইউনিয়নের তরুণ কবি জীবন কৃষ্ণ সরকারের দ্বিতীয় কাব্যগ্রন্থ “হাওরবিলাপ”র মোড়ক উন্মোচন করা হয়েছে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -বঙ্গনিউজ সম্পাদক,কানাডিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ড.লুৎফুর রহমান জয়,জাতীয় কবি পরিষদের সভাপতি কবি টিপু রহমান, এটিএন নিউজ উপস্থাপক নাইম মুবিন ও তিশা শাম্মী,জাতীয় কবি পরিষদের পরিচালক কবি জহিরুল বিদ্যুৎ,জাতীয় কবি পরিষদের সিনিয়র সহসভাপতি কবি ইভা আলমাস,কবি হাজেরা বেগম,জাতীয় কবি পরিষদের সদস্য কবি আলমাস ফরিদ,সাংবাদিক মাসুদ আল ইসলাম,সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান প্রমুখ।
এসময় বক্তারা কাব্যগ্রন্থে হাওরের দুঃখ, কষ্টের বাস্তব প্রতিচিত্র তুলে ধরার জন্য কবিকে ধন্যবাদ জানান।এভাবে লেখনীর ধারা চলতে থাকলে কবি একদিন সকল মানুষের মন জয় করতে পারবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।কবি জীবন কৃষ্ণ তাঁর বক্তৃতায় সবাইকে ধন্যবাদ জানিয়ে হাওরবাসীর বাস্তব চিত্র উপলদ্ধি করে বইটিকে সকলে সাদরে গ্রহণ করার আহ্বান জানান।তিনি বলেন “গত বছর অকাল বন্যায় আমাদের হাওরের সকল ধান তলিয়ে যায়।তখন কৃষক-কৃষাণী আহাজারি, কান্নাকাটি স্বচক্ষে প্রত্যক্ষ করে হাওরবাসীকে উৎসর্গ করে “হাওরবিলাপ” অর্থাৎ হাওরের আহাজারি নামে বইটি লিখেছি এবং বইটি দুর্গত হাওরবাসীকে উৎসর্হ করেছি।বইটি যদি পাঠক হৃদয়ে একটু সারা ফেলতে পারে তাহলেই আমার লিখাটা স্বার্থক বলে মনে করবো।”পাঠকদের উৎসাহ পেলে হাওরের সুখ,দুঃখ,আনন্দ,অনুভূতি নিয়ে আজীবন লেখা চালিয়ে যেতে চান বলে তিনি এসময় আশাবাদ ব্যাক্ত করেন।এসময় উপস্থিত সকলে কড়তালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ২২:২২:২৩   ৬৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ