ফসলরক্ষা বাঁধের নামে ৪৮ লাখ টাকার অপচয়!

Home Page » আজকের সকল পত্রিকা » ফসলরক্ষা বাঁধের নামে ৪৮ লাখ টাকার অপচয়!
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮



ছবি বঙ্গ-নিউজ

আল-আমিন আহমেদ, সুনামগঞ্জ প্রধিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফসলরক্ষা বাঁধের নামে ৪৮ লাখ টাকার অপচয় হচ্ছে। বোর ফসলের বদলে সরিষা খেতে দেওয়া হচ্ছে ৪৮ লক্ষ টাকার বাঁধ। উপজেলার নাইন্দার হাওরে সরকারী বরাদ্দের এমন অপচয় হচ্ছে।

দোয়ারাবাজার উপজেলার বড়বন্দ থেকে নাইকো সেতু পর্যন্ত (১৫ ও ২৭ নম্বর পিআইসি) প্রায় সোয়া দুই কিলোমিটার এলাকা নিয়ে নাইন্দার হাওরে দেওয়া হয়েছে মাটির বাঁধ। এটি এখানকার কিছু রবি শষ্যের জন্য দেওয়া বাঁধ। অথচ. রবি শস্যের মৌসুম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখানকার কোন জমিতে এখন আর কোন সবজী কিংবা শস্য নেই। এই অংশের জমিতে বোর’র চাষাবাদ হয় না। এই বাঁধটি যেদিকে নেওয়া হয়েছে, সেদিকে না নিয়ে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বড়বন্দ থেকে গুচ্চগ্রাম হয়ে নাইকো সেতুতে গেলে হাওরের কাজে লাগতো। এখন যেভাবে বাঁধ হয়েছে, হাওরের কোন কাজে
লাগবে না। কেবল টাকার অপচয় হবে।
শরীফপুর গ্রামের সরিষা চাষী করিমগঞ্জ মিয়া বলেন,‘আমার সরিষা ও ধনিয়া খেতের উপর দিয়া বাঁধ দেয়ার সময় আমি বাধা দিয়েছিলাম, কিন্তু পিআইসির লোকজন আমারে প্রশাসনের ভয় দেখিয়ে আমার প্রায় ৩০ শতক জমি নষ্ট করেছেন।’
বড়বন্দ গ্রামের হারুন মিয়া বলেন, ‘নদীর পাড়ে কিছু মরিচ খেত করেছিলাম। সব মরিচ খেত বাঁধ করার নামে নষ্ট করা হয়েছে। অথচ. এই বাঁধ মানুষের কোন কাজে আসবে না।’
দোয়ারাবাজারের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান বললেন, ‘আইডব্লিউএম থেকে পানি উন্নয়ন বোর্ডকে যে নকশা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। স্থানীয় লোকজনের মধ্যে দুটি মত আছে, কেউ বলছে বাঁধ কাজে আসবে, কেউ বলছে কাজে আসবে না।’
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ‘হাওরের এই অংশে কোন বোরো জমি নেই এটি সরেজমিনে গিয়ে দেখা গেছে। পাউবো কর্মকর্তারা তাঁদের নকশা অনুযায়ী এই কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৭   ৬৭৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ