“কায়েতকান্দা-কাহালা সড়কের বেহাল অবস্থা”

Home Page » আজকের সকল পত্রিকা » “কায়েতকান্দা-কাহালা সড়কের বেহাল অবস্থা”
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮



ছবি বঙ্গ-নিউজ

আল-আমিন আহমেদ,বঙ্গ-নিউজ: সুনামগঞ্জ জেলার মধ্যনগরের চামরদানী ইউনিয়নের কাহালা- কায়েতকান্দা সড়কের বেহাল অবস্থা।ঐ রাস্তা দিয়ে প্রতিদিন ২০-২২ টি গ্রামের শত শত মানুষ যাতায়ত করে। অনেক দিন পূর্বে হাওরের মাঝখান দিয়ে কায়েতকান্দা,জগন্নাথপুর, কামারগাঁও ও কাহালা হয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। শুকনো মৌসুমে এই রাস্তাটি দিয়ে চলাচলের জনগন দুর্ভোগের শিকার হচ্ছে।

ঐ এলাকার স্থানীয় বাসিন্দা মনোজিত তালুুকদার মানব বলেন, রাস্তাটি দিয়ে আমাদের চামরদানী ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন যাতায়ত করে। অনেক দিন আগে রাস্তাটি মেরামত করা হলেও, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমারা শুধু আশ্বাস পেয়েছি কিন্তু রাস্তাতে কোনো প্রকার কাজ শুরু হয়নি।ঐ এলাকার সুজিত সরকার জানান, আমাদের কাহালা গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও আমরা কালীপূজা সমপন্ন করেছি। এতে হাজার হাজার পূণ্যার্থী আসে। যাতায়তের ক্ষেত্রে তাঁদের মারাত্বক কষ্ট হয়। তাই এই রাস্তাটি অনতিবিলম্বে মেরামত করা জরুরি।
চামরদানী ইউনিয়ন পরিষদের সদস্য জীবন কৃষ্ণ তালুকদার জানান, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের এলাকার অাশে পাশের অনেক গুলো গ্রামে সরকারের কোনো প্রকারের উন্নয়নের ছোঁয়া পৌছেনি।ঐ এলাকার গণ মানুষের প্রাণের দাবি কায়েতকান্দা -কাহালা সড়ক নির্মাণ করে এলাকার মানুষের চলাচলের উপযোগী করে তুলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫৮   ৯৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ