“জাদুঘর নির্মাণে উইনফ্রের ১২ মিলিয়ন ডলার দান”

Home Page » বিনোদন » “জাদুঘর নির্মাণে উইনফ্রের ১২ মিলিয়ন ডলার দান”
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩



oprah-bg-72520130613071454.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  অপরাহ্ উইনফ্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী, ধনী কৃষ্ণাঙ্গ উপস্থাপক। তার বিশ্বখ্যাতি `দ্য অপরাহ উইনফ্রে শো`র জন্য। জনপ্রিয় এই মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও টক শো উপস্থাপিকা ওয়াশিংটনে একটি জাদুঘর নির্মাণের জন্য ১২ মিলিয়ন ডলার দান করেছেন।এ জাদুঘরে আফ্রিকান-আমেরিকানদের ইতিহাস সংরক্ষিত থাকবে। সম্প্রতি তিনি ন্যাশনাল মিউজিয়াম অব আফ্রিকান-আমেরিকান এন্ড কালচারেও ১ মিলিয়ন ডলার দান করেছিলেন।

নতুন এই জাদুঘরটি নির্মাণ করা হবে ওয়াশিংটন ন্যাশনাল মল-এ। ২০১৫ সালের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে। সেখানে উইনফ্রের নামে ৩৫ আসন বিশিষ্ট একটি থিয়েটার থাকবে। উইনফ্রে এই যাদুঘরের এডভাইজরি কাউন্সিলের সদস্য।

জাদুঘরের পরিচালক লুনিয়ে বাঞ্চ বলেন, “উইনফ্রে কর্মজীবনে অনেক সম্মানিত একজন মানুষ, তিনি অনেক সম্মাননা পেয়েছেন। ২০১১ সাল পর্যন্ত আমেরিকার ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে তার টিভি শো। আমাদের জাদুঘরের দুই হাজার দুইশ আইটেমের মধ্যে উইনফ্রের টিভি শোতে ব্যবহৃত একটি মাইক্রোফোন থাকবে।”

উইনফ্রে বলেন, “যারা আমাকে এরকম ভাল একটি কাজ করার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা আমাদের সাথে কাজ করতে চান তাদেরকে স্বাগত জানাই। এই জাদুঘর নির্মাণে অংশগ্রহণের মাধ্যমে আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে চাই। পরবর্তী প্রজন্ম এটি থেকে অনেক অজানা ইতিহাস জানতে পারবে।”

জাদুঘরটি নির্মাণে মোট ব্যয় হবে ৫০০ মিলিয়ন ডলার। এর অর্ধেক ব্যয় বহন করবে মার্কিন সরকার। বেসরকারিভাবে সংগ্রহ করা হবে বাকি টাকা। ২০১৫ সারে উদ্বোধন হলে এটি হবে আমেরিকার ১৯তম স্মিথসোনিয়াম জাদুঘর।

বাংলাদেশ সময়: ২১:১৭:১৬   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ