কালিয়াকৈরের ত্রি-মাত্রিক গঠন ও ক্রম-বিন্যাস সহজেই শিখতে পারবে শিক্ষর্থীরা

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরের ত্রি-মাত্রিক গঠন ও ক্রম-বিন্যাস সহজেই শিখতে পারবে শিক্ষর্থীরা
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮



kalikair confarence room

মোঃফজলুল হক,বঙ্গ নিউজঃ গাজীপুরের কালিয়াকৈরে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার দুপুরে ওয়ালটনের বিজ্ঞান শিক্ষা উপকরণ ‘কার্বন পরমানু গঠণ নমুনা’ ও ‘পর্যায় সারনি ভিত্তিক দেয়াল ঘড়ি’ বিতরণ করা হয়েছে। এ দুটি উপকরণের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে পরমানু গঠণ নমুনার ত্রি-মাত্রিক গঠন ও ক্রম-বিন্যাস শিখতে পারবে। যা সহজেই মনে রাখা সম্ভব হবে।
কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে মাধ্যমিক মাসিক সমন্বয় সভায় বুধবার দুপুরে দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষা উপকরণ বিতরণ করে। কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেনরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওয়ালটন গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা ও মানব সম্পদ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মহসিন আলী মোল্লা, সিনিয়র এজিম (সিএসআর এন্ড সোসাল ওয়েল ফেয়ার) মো: সাফায়েত হুদা, ওয়ালটন সাইন্স রিসার্স ল্যাবের এজিএম সারাহ নাজনীন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে ওয়ালটন সাইন্স রিসার্স ল্যাবের এজিএম সারাহ নাজনীন ইসলাম বলেন, বিতরণকৃত ‘কার্বন পরমানু গঠণ নমুনা’ ও ‘পর্যায় সারনি ভিত্তিক দেয়াল ঘড়ি’ ব্যবহার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে পরমানু গঠণ নমুনার ত্রি-মাত্রিক গঠন ও ক্রম-বিন্যাস শিখতে পারবে। যা সহজেই মনে রাখা সম্ভব হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই উপকরণ বিতরণের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে ওয়ালটন। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুই খাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহযোগিতার মাধ্যমে একটি দেশ মধ্যম আয়ের থেকে উন্নত দেশে পরিণত হতে পারে। ওয়ালটন ইতোমধ্যে অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। শুধু দেশে নয়, বিদেশেও প্রসংশা অর্জন করেছে।
পরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞানাগারের জন্য ওয়ালটন সাইন্স রিসার্স ল্যাবের তৈরি ‘কার্বন পরমানু গঠণ নমুনা’ ও ‘পর্যায় সারনি ভিত্তিক দেয়াল ঘড়ি’ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি কলেজ, পাঁচটি স্কুল এন্ড কলেজ এবং আটটি মাদ্রাসা।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৪৯   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ