খালেদা জিয়ার রায় নিয়ে নেতাকর্মীদেরকে উচ্ছসিত না হবার আহ্বান ওবায়দুল কাদেরের

Home Page » এক্সক্লুসিভ » খালেদা জিয়ার রায় নিয়ে নেতাকর্মীদেরকে উচ্ছসিত না হবার আহ্বান ওবায়দুল কাদেরের
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮



 

 ফাইল ছবি বঙ্গ-নিউজ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে নেতাকর্মীদের উচ্ছসিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

রায় নিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, রায় নিয়ে আমাদের মারামারি, মাতামাতি ও লাফালাফি করার দরকার নাই। সর্তক থেকে ঠান্ডা মাথায় রাজনৈতিক কৌশলে বিএনপিকে মোকাবিলা করতে হবে।

মন্ত্রী বলেন, বিএনপি শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে আশান্তি সৃষ্টি করতে চেয়েছিলো। আমাদের নেতাকর্মী ও প্রশাসন সর্তক থাকায় তাদের দূরভিসন্ধী সফল হয় নি। আওয়ামী লীগ নেতাকর্মী সর্তক আছে আরো সর্তক থাকবে। তাদের ভায়োলেন্সের জবাব পুলিশ দিবে। আমার রাজনৈতিক পার্টি হিসেবে পরিস্থিতি মোকাবেলা করবো।

আদালতের ওপর বিএনপির আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, তারা আলাদতের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এটা একটা নজির বিহীন ঘটনা। রায় নিয়ে তারা উচ্চ আদালতে যেতে পারে। এ রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৫:২১   ৫৪১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ