খালেদা জিয়ার বাসার আশপাশের সড়কে নিরাপত্তা জোরদার

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার বাসার আশপাশের সড়কে নিরাপত্তা জোরদার
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮



 

 

 

ছবি:ইন্টারনেট থেকে বঙ্গ-নিউজ: আজ ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ও আশপাশের সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে গুলশান এলাকায় এক রকম থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশের সব সড়ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। সঙ্গে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এমনটাই জানা যায়।

সূত্র এও জানিয়েছে, সকালে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে ও আশপাশের সব সড়কে ব্যারিকেড দেয়া। বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল চলছে। সড়ক বন্ধ করে দেয়ায় এখানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। খালেদার বাসার সামনের ৭৮/৭৯ নম্বর রোড বন্ধ। সেখানে সংবাদমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। তবে বাসার আশপাশে সংবাদমাধ্যমের গাড়িও রাখতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীর দেখা মিলছে না।

এ বিষয়ে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ গণমাধ্যমকে বলেন, ‘কোনো মহল যেন নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে আসার পর থেকে অনেক রাত পর্যান্ত কার্যালয়ে ছিলেন তিনি। সে সময় দলটির স্থায়ী কমিটির সদস্যরাও তার সঙ্গে ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই মামলার রায় ঘোষণা করবেন। তবে এ মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রমনা থানায় একটি মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

বিএনপি অভিযোগ করে বলেছে, এ রায়কে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ‘গণগ্রেফতার’ চলছে। দলটির দাবি, গত কয়েক দিনে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাসহ দল ও জোটের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বাসায় চলছে দফায় দফায় তল্লাশি।

উল্লেখ্য, এ রায়কে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাজধানী ঢাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে।

এছাড়াও বিভিন্ন জেলা শহরে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এমনটাই জানা যায়।

বাংলাদেশ সময়: ১০:৩১:২৪   ৪৬৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ