খালেদার জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » খালেদার জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

এর একদিন আগেই বুধবার (৭ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এসময় বিএনপি চেয়ারপারসন বলেছেন, দেশের বিচার বিভাগকে প্রহসনে পরিণত করা হয়েছে। হামলা-মামলা দিয়ে প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করা যাবে না। গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ জেগে উঠবেই।

খালেদা জিয়ার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে। এই রায়ের সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় খালেদা জিয়ার বক্তব্যের পর আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, এই মামলার রায়কে কেন্দ্র করে যদি কোন রকম নাশকতামুলক কর্মকাণ্ড চালনা হয় তাহলে আইনশৃঙ্খলাবাহিনী যথাযথ ব্যাবস্থা নিবে। রায়ের দিন জানমালের রক্ষা করার জন্য আইনশৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অান্দোলনে ব্যর্থ হয়ে অাদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি বলেন, হাইকোর্টের সামনে প্রকাশ্যে যারা পুলিশের ওপর হামলা করতে পারে। আশংকা হচ্ছে তারা ৮ তারিখেও এই রকম ঘটনা ঘটাতে পারে। বিএনপির পক্ষে এটা অসম্ভব নয়। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুকল বোস, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল, আনোয়ার হোসেন, রেমণ্ড আরেং প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:৩৬:০৮   ৫৩৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ