খালেদার গাড়ির চাকায় সাংবাদিকের পা ভাঙলো

Home Page » জাতীয় » খালেদার গাড়ির চাকায় সাংবাদিকের পা ভাঙলো
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮



সাংবাদিক আবু বকর

 

 বঙ্গ-নিউজ: পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির চাপায় এক ফটো সাংবাদিকের পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। পরে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিকের নাম আবু বকর। তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ ফটো করেসপন্ডেন্ট।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে যাওয়া খালেদা জিয়ার গাড়িবহর সিলেট সার্কিট হাউসে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ও পরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে, ধাক্কাধাক্কিতে এবং পুলিশের পিটুনিতে আহত হন বিএনপিরও পাঁচ নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, খালেদা জিয়ার গাড়িবহর সার্কিট হাউসে প্রবেশের সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন বকর। এসময় বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। তখন খালেদা জিয়ারই গাড়ির বাঁ চাকা উঠে যায় বকরের ডান পায়ের ওপর দিয়ে। চালকের অসাবধানতায় এ দুর্ঘটনায় বকরের পায়ের চামড়া ছিলে যায়, ভেঙে যায় গোড়ালির হাড়ও। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরাই বকরের পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন।

সার্কিট হাউস এলাকায় বিএনপি প্রধানের গাড়িবহরের সামনে মোটরসাইকেলে থাকা দুই নেতাও পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ দু’জন হলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ ও সদস্য এনামুল ইসলাম ফখরুল। এছাড়া, জটলা সরাতে পুলিশের পিটুনিতে আহত হয়েছেন সাকিব হাজারী নামে আরও একজন।

পরে সন্ধ্যায় খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করে শাহপরাণ (র.) এর মাজারে যাওয়ার সময় ধাক্কাধাক্কিতে পড়ে আহত হন বিএনপির দুই কর্মী। এরা হলেন হবিগঞ্জের চুনারুঘাটের সাকিব আহমেদ এবং সিলেট সদর উপজেলার মাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৮   ৪৮৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ