‘১৯ সালেই পদ্মাসেতু দিয়ে যান চলবে’ :অর্থমন্ত্রী

Home Page » জাতীয় » ‘১৯ সালেই পদ্মাসেতু দিয়ে যান চলবে’ :অর্থমন্ত্রী
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮



অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত।

 

 

 

 বঙ্গ-নিউজ: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী ২০১৯ সালের জুন মাসের মধ্যে পদ্মাসেতু দিয়ে মানুষ নদী পারাপার হতে পারবেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর পদ্মাসেতু অর্থায়নের স্থগিতাদেশ বাতিল করেছে। এখন তারা অর্থায়ন করতে চায়। কিন্তু তখন তারা অর্থায়নের শর্ত দিয়েছিল পদ্মাসেতুর যা কাজ হয়েছে তা বাতিল করে নতুন করে শুরু করতে হবে। তারপর আমরা নিজেদের অর্থায়ন পদ্মাসেতুর কাজ শুরু করি।

অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংককে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু করেছি। মশিউর রহমান পদত্যাগ করেন। একমাত্র প্রধানমন্ত্রী আর আমি বিচলিত হইনি। আমরা সে যুদ্ধটা চালিয়েছি। প্রধানমন্ত্রী প্রথমদিনই বলে দিলেন, আমরা এ ঋণ চাই না। কারণ তারা আমাদেরকে অসম্মান করেছে।

অর্থমন্ত্রী অারো বলেন, আমরা এখন বিশ্ব ব্যাংককে দাতা বলতে চাই না। তারাও এটা পছন্দ করে না। এখন আমরা তাদেরকে ডেভেলপমেন্ট পার্টনার বলতে পারি।

ভ্যাট আদায় সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এক সময় ছিল কর দিত না, একবার ঝামেলায় পড়লে আর মুক্তি হবে না। কিন্তু এখন এ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবুও আমাদের কর দেওয়ার হার অন্য দেশের তুলনায় অনেক নিম্ন। তাই কর দেওয়ার বিষয়ে আমদের আরো কাজ করতে হবে।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও সভাপতি শফিউল ইসলাম।

 

বাংলাদেশ সময়: ১৯:৫২:২৬   ৪৩১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ