ফায়ার সার্ভিস,অ্যাম্বুলেন্স ও ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাব

Home Page » আজকের সকল পত্রিকা » ফায়ার সার্ভিস,অ্যাম্বুলেন্স ও ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাব
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত
বঙ্গ-নিউজঃ ঢাকা মহানগরীর সড়কগুলোতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগে পাঠানো হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদের সভা শেষে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে খবরটির সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়।

জবাবে সচিব সাংবাদিকদের বলেন, এ ধরনের একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে ভিআইপিসহ জনগুরুত্বপূর্ণ সেবা যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ির জন্য আলাদা লেন করার প্রস্তাব করা হয়েছে। এটি এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে।

এ ধরনের প্রস্তাব করার কারণ জানতে চাইলে সচিব বলেন, ভিআইপিদের অনেক সময় জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া আসা করতে হয়। অনেক সময় দ্রুত যাওয়ার জন্য তারা উল্টা পথে যান। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িরও দ্রুত যাওয়া প্রয়োজন হয়। কিন্তু উল্টা পথে গেলে ঝামেলা তৈরি হয়। এজন্যই এ ধরনের আলাদা একটি লেন করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, উন্নত বিশ্বের অনেক দেশেই জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সেবা সংস্থাগুলোর যানবাহন ও ভিআইপিদের যানবাহন দ্রুত আসা যাওয়ার জন্য একটি পৃথক লেন থাকে। দেশে যানবাহনের সংখ্যা বাড়ছে। প্রয়োজনের তুলনায় রাস্তা কম। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দ্রুত যাতায়াত করতে পারে না। আর সে কারণেই ভিআইপিসহ সেবা সংস্থাগুলোর গাড়ির জন্য আলাদা লেনের প্রস্তাব করা হয়েছে।

ঢাকার রাস্তায় নিয়ম না মেনে প্রায়ই উল্টো পথে গাড়ি চলতে দেখা যায়। যার কারণে সৃষ্টি হয় যানজট বা সড়ক দুর্ঘটনা। এছাড়া উল্টো পথে গাড়ি চালানোর সময় প্রায় আটক করা হয় ভিআইপিদের গাড়ি। যা নিয়ে সমালোচনার মুখে পড়েন ভিআইপিরা।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৮   ৪৮৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ