‘আলীমের আদেশে ৩৭০ জন হিন্দুকে হত্যা করা হয়’

Home Page » জাতীয় » ‘আলীমের আদেশে ৩৭০ জন হিন্দুকে হত্যা করা হয়’
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩



2013-06-13-09-12-04-51b98ce430d0d-alim.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ‘একাত্তরে আলীমের আদেশে জয়পুরহাটের কাদিপুর গ্রামে হিন্দুপাড়াগুলোতে প্রায় ৩৭০ জন হিন্দুকে গুলি করে হত্যা করা হয়।’বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার জবানবন্দি দেওয়ার সময় রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী ভগীরথ চন্দ্র বর্মণ এ কথা বলেন। তিনি বলেন, ওই হত্যাযজ্ঞে তাঁর অনেক আত্মীয় নিহত হন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ভগীরথ চন্দ্রের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।
জবানবন্দিতে ভগীরথ চন্দ্র বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের কড়ই কাদিপুরে। একাত্তরে তাঁর বয়স ছিল ১৭-১৮ বছর। ওই সময় বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে কাদিপুর গ্রামে পাকিস্তানি সেনা ও শান্তি কমিটির লোকেরা ঢুকে তাঁর কয়েক কাকাসহ ৮০-৮৫ জনকে গুলি করে হত্যা করে। জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী বলেন, আলীম শান্তি কমিটির চেয়ারম্যান ও মুসলিম লীগ নেতা ছিলেন। তাঁরই আদেশে কড়ই কাদিরপুর গ্রামে হত্যাকাণ্ড চলে। তিনি বলেন, ঘটনার দিন ওই পাড়াগুলোতে কমপক্ষে ৩৭০ জন হিন্দুকে গুলি করে হত্যা করা হয়।
রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, দেশে ফিরে দেখেন তাঁদের বাড়িঘর সমতল। এক দিন খোলা আকাশের নিচে থাকার পর পাশের মুসলমানদের গিয়ে বলেন, তাঁদের বাড়ির লুটপাট করা টিন ফেরত দিতে। এ সময় আফসার নামের একজনের সঙ্গে তাঁর কথা হলে তিনি তাঁকে বলেন, ‘আমরা লুটপাট করেছি, এটা সত্য। কিন্তু লুটপাটের পরে আলীম সমস্ত লুটের মাল তাঁর চাতালে দিয়ে আসার নির্দেশ দিলে সবাই সেসব মাল সেখানে দিয়ে আসে।’
জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান সাক্ষীকে জেরা শুরু করেন। জেরা অসমাপ্ত থাকা অবস্থায় মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০২   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ