বৃষ্টিতে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ পণ্ড

Home Page » খেলা » বৃষ্টিতে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ পণ্ড
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩



newzeland-australia-300x172.pngবঙ্গ- নিউজ ডটকমঃ চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কেউ জেতেনি। বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে ম্যাচটি। তবে পরিত্যাক্ত হলেও পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দু’দল।অসিরা নির্বিঘ্নে ব্যাট করতে পারলেও কিউইদের ভাগ্যে ছিল বৃষ্টি। মাত্র ১৫ ওভার ব্যাট করার পরই শুরু হয়ে যায় বৃষ্টির বর্ষণ। ফলে বাধ্য হয়েই পরিত্যাক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। তবে বৃষ্টি শুরু হওয়ার আগে কিউইদের সংগ্রহ ছিল ১৫ ওভারে দুই উইকেটে ৫১।

এর আগে শেন ওয়াটসন (৫) ও ফিল হিউজের (০) দ্রুত বিদায়ে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি।

ম্যাথু ওয়েডের (২৯) সঙ্গে ৬৪ ও অ্যাডাম ভোজেসের সঙ্গে ৭৭ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে ৩ উইকেটে ১৫১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান অধিনায়ক জর্জ বেইলি (৫৫)।

পঞ্চম উইকেটে মিচেল মার্শের (২২) সঙ্গে ভোজেসের ৪২ বলে ৪২ রান দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যায়। দলীয় ১৯৩ রানে মার্শ ও ১৯৬ রানে ভোজেসের (৭১) বিদায়ে বড় একটা ধাক্কা খায় গত দুবারের চ্যাম্পিয়নরা।

সেখান থেকে দলের রান আড়াইশর কাছাকাছি নেয়ার কৃতিত্ব গ্লেন ম্যাক্সওয়েলের (২২ বলে অপরাজিত ২৯)

নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকলেনাঘান চার উইকেট নিয়েছেন ১০ ওভারে ৬৫ রান দিয়ে। এছাড়া নাথান ম্যাককালাম ১০ ওভারে ৪৬ রানে পেয়েছেন দুটি উইকেট। একটি উইকেট গেছে উইলসনের দখলে।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুটি করে খেলা শেষ হয়েছে। তিন পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে নিউজিল্যান্ড, ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

স্কোর:

অস্ট্রেলিয়া: ২৪৩/৮ (ওয়াটসন ৫, ওয়েড ২৯, হিউজ ০, বেইলি ৫৫, ভোজেস ৭১, মার্শ ২২, ম্যাক্সওয়েল ২৯*, ফকনার ৬, জনসন ৮, ম্যাককে ২*; ম্যাকক্লেনাগান ৪/৬৫, নাথান ম্যাককালাম ২/৪৬, উইলিয়ামসন ১/৫৬)

নিউজিল্যান্ড: ১৫ ওভারে ৫১/২ (রঞ্চি ১৪, গাপটিল ৮, উইলিয়ামসন ১৮*, টেইলর ৯*; ম্যাককে ২/১০)

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৩   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ