স্ত্রীকে মেরে আত্মহত্যা করেছে পাকিস্তানি মন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » স্ত্রীকে মেরে আত্মহত্যা করেছে পাকিস্তানি মন্ত্রী
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮



পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মির হাজার খান বিজারানি ও স্ত্রী ফারিহা রাজ্জাক। ছবি: ফেসবুক থেকে নেওয়াবঙ্গ-নিউজঃ  স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মির হাজার খান বিজারানি। পুলিশ জানিয়েছে, মন্ত্রী মির হাজার তাঁর স্ত্রী ফারিহা রাজ্জাককে তিনবার গুলি করে হত্যার পর একই অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন।

গত বৃহস্পতিবার মন্ত্রীর করাচির বাসভবন থেকে দুজনকে মৃত উদ্ধার করা হয়। দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা মির হাজার খান বিজারানি সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী ছিলেন। তাঁর স্ত্রী ফারিহা রাজ্জাক ছিলেন সাংবাদিক। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পিপিপির প্রার্থী হিসেবে সিন্ধু অ্যাসেম্বলিতে সদস্য ছিলেন।

গতকাল দক্ষিণ করাচি জোনের পুলিশের উপমহাপরিদর্শক এক বিজ্ঞপ্তিতে জানান, ঘটনাস্থলে পাওয়া খালি বুলেটের খোসাগুলো একই অস্ত্রের। পারিপার্শ্বিক অবস্থা ও প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে গুলি করে হত্যার পর মির হাজার একই অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রীকে তিনি তিনবার গুলি করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় মন্ত্রী ও তাঁর স্ত্রীর মরদেহ তাঁদের বাসভবনের দ্বিতীয় তলায় পড়ে রয়েছে জানিয়ে ফোন আসে পুলিশের কাছে। পুলিশ গিয়ে দেখতে পায়, শয়নকক্ষসংলগ্ন পড়ার ঘরের দরজার কাছে ফারিহা রাজ্জাকের মরদেহ পড়ে আছে। ওই কক্ষের সোফায় পড়ে আছে মন্ত্রীর মরদেহ। বাড়ির চার গৃহকর্মী ও দুই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, মন্ত্রী ও তাঁর স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরে ঝগড়া চলছিল। ঘটনার সময় বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে মন্ত্রীর ছেলে গৃহকর্মীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

বাংলাদেশ সময়: ৭:৩৮:২২   ৪৪০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ