পরীক্ষার আগেই ট্যাবে এসএসসির প্রশ্ন

Home Page » আজকের সকল পত্রিকা » পরীক্ষার আগেই ট্যাবে এসএসসির প্রশ্ন
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে কেন্দ্রে এক পরীক্ষার্থী ও তার বড় ভাইয়ের ট্যাবে এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়া গেছে। পরে পরীক্ষার প্রশ্নের সঙ্গে তার মিল পাওয়া যাওয়ায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া দুই ভাই হলেন এসএসসি পরীক্ষার্থী শহীদ শেখ (১৭) ও তাঁর বড় ভাই আল-আমীন শেখ (২২)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, ট্যাবে প্রশ্ন পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্রসচিব সিরাজুল ইসলাম বাদী হয়ে শনিবার বিকেলে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষার্থী শহীদ শেখ ভাঙ্গার ব্রাহ্মণকান্দা এএস একাডেমির ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিচ্ছিল। গ্রেপ্তারের পাশাপাশি তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। শহীদ ও তাঁর বড় ভাই আল-আমীন পাশের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামের বাসিন্দা।

কেন্দ্রের সহকারী কেন্দ্রসচিব সিরাজুল ইসলাম বলেন, সকাল ৯টা ২৬ মিনিটে পরীক্ষার্থী শহীদ শেখ ও তার ভাই আল-আমীন কেন্দ্রে প্রবেশ করে। আল-আমীনের হাতে একটি ট্যাব ছিল। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের এতে সন্দেহ হলে ট্যাবটি জব্দ করা হয়। এ সময় ট্যাবে ফেসবুকে প্রশ্নসদৃশ পেজ পাওয়া যায়। পরীক্ষার হলে সরবরাহ করা নৈর্ব্যক্তিক প্রশ্নের সঙ্গে ওই ট্যাবের প্রশ্নের পেজের মিল পাওয়া যায়। এ ঘটনায় শহীদ শেখকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীক্ষার্থী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী ফয়সাল।

বাংলাদেশ সময়: ৭:৩০:৩০   ৫১৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ