‘মায়া’ নাম ভূমিকায় জ্যোতিকা জ্যোতি

Home Page » আজকের সকল পত্রিকা » ‘মায়া’ নাম ভূমিকায় জ্যোতিকা জ্যোতি
বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ  জ্যোতিকা জ্যোতি‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির শুটিং শেষ করে তিন দিন আগে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জ্যোতিকা জ্যোতি। এর মধ্যে আবার নতুন করে খবরে এসেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আরেকটি ছবিতে তিনি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘মায়া’। সরকারি অনুদানে তৈরি হবে ছবিটি। জ্যোতিকা জ্যোতি ৩১ জানুরারি বুধবার বঙ্গ-নিউজকে জানান, ‘মায়া’ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন।

‘মায়া’ পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মাসুদ পথিক। এরই মধ্যে ছবির গান রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। ‘মায়া’র আগে আরও দুটি অনুদানের ছবিতে অভিনয় করেছেন জ্যোতি। ছবি দুটি হলো তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবন ঢুলি’। দুটি ছবিতেই জ্যোতিকা জ্যোতির অভিনয় প্রশংসিত হয়েছে।

জ্যোতিকা জ্যোতি জানান, ‘মায়া’ ছবিতে অভিনয়ের জন্য অনেক দিন থেকেই পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু কিছু বিষয়ে তাঁরা সিদ্ধান্তে পৌঁছতে দেরি হয়। তিনি বলেন, ‘ছবির গল্পটাই এমন যে অভিনয়ের জন্য অনেক দিন সময় দিতে হবে। কিন্তু আমি অন্য ছবি আর নাটকের কাজের কারণে সময় বের করতে পারছিলাম না। আবার ছবির নাম ভূমিকায় অভিনয়ের লোভটাও সংবরণ করতে পারিনি। ছবির গল্পের প্রতি অন্য রকম ভালোবাসা তৈরি হয়। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললাম।’

‘মায়া’ ছবির কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে জ্যোতি শুটিংয়ে অংশ নেবেন আগামী ২৫ ফেব্রুয়ারি। ছবিতে তাঁর চরিত্রটি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘মায়া গ্রামের মেয়ে। তার সংগ্রামী জীবন। আপাতদৃষ্টিতে চরিত্রটি সরল মনে হলেও যতই চরিত্রের গভীরে গিয়েছি, তত কঠিন মনে হয়েছে। বেশ চ্যালেঞ্জিং চরিত্র। এটা ফুটিয়ে তুলতে চাই।’

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫০   ৪৬৭ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ