বাহারি নাকফুল

Home Page » ফিচার » বাহারি নাকফুল
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩



nose-pin-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ সামাজিক ও ধর্মীয় কারণে শুধুমাত্র বিবাহিত নারীদের একটা সময় নাকফুল পরার প্রচলন ছিল। কোন নারী বিবাহিত কি না তা বোঝা যেত নাকফুল পরা দেখলে। কিন্তু বর্তমানে নাকফুল পরার সেই ধারণাটি অনেকাংশে বদলে গেছে। এখন শুধু বিবাহিত নারীই নয়, ফ্যাশনের একটি অংশ পরিণত হয়ে গেছে নাকফুল। কিশোরী থেকে শুরু করে সব বয়সী নারীই পোশাকের রঙের সঙ্গে মিল রেখে হরেক রকম নাকফুল পরেন।বর্তমানে শুধু শাড়িই নয় সৌন্দর্য-প্রিয় নারীরা সালোয়ার কামিজ, ফতুয়া, টপসসহ সব ধরনের পোশাকের সঙ্গেই এখন নাকফুল পরে থাকেন। আর এটি নারীর সৌন্দর্য অনেকটা বাড়িয়েও দেয়।

বর্তমানে সোনা ও রুপার নাক ফুলের সঙ্গে যুক্ত হয়েছে নানা রকমের পাথর, হীরা, মুক্তা, জিরকন, এমারেল্ড ও গার্নেটের নাকফুল।

চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে বিভিন্ন ফ্যাশন হাউস নানা ডিজাইন ও রঙের নাকফুল বিক্রি করে থাকে। পাশাপাশি পছন্দ মতো ডিজাইন দিয়ে জুয়েলারির দোকান থেকে তৈরি করা যায় সুন্দর ও আকর্ষণীয় একটি নাকফুল।

রাজধানী ঢাকায়, সোনার তৈরি বিভিন্ন আকারের নাক ফুল পরতে চাইলে আপনি চলে যেতে পারেন চাঁদনী চক, নিউমার্কেটসহ যেকোনো জুয়েলারির দোকানে। এছাড়াও বিভিন্ন ফ্যাশন হাউস যেমন- আড়ং, যাত্রা, নবরূপা, বসুন্ধরা সিটির নিচ তলাসহ বড় বড় ফ্যাশন হাউসে পেয়ে যাবেন আপনার পছন্দের নাকফুল।

তবে নাকফুল শুধু কিনলেই হবে না, এর সঙ্গে লক্ষ্য রাখতে হবে আপনি যে নাকফুলটি কিনছেন তা আপনার চেহারার সঙ্গে কতটা মানানসই।

নাক ফুল নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন- যাদের নাক বেশি খাড়া নয়, তারা এক পাথরের ছোট নাকফুল বেছে নিলে ভালো লাগবে। আবার যাদের নাক খাড়া ও লম্বা তারা বড়, ছোট এবং এক বা একাধিক পাথরের নাকফুল পরতে পারেন।

এছাড়া সব সময় ব্যবহারের জন্য এক পাথরের হীরার তৈরি ছোট নাকফুল নির্বাচন করতে পারেন। তরুণীরা ব্যবহার করতে পারেন চাপা নথ।

বর্তমানে জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন রঙের ছোট পিনের নাক ফুলের। নাকফুল নির্বাচন করা উচিৎ বয়স ও জায়গা ভেদে। কর্মক্ষেত্রে বড় নাকফুল ব্যবহার না করাই ভালো। অনুষ্ঠানে পোশাকের সঙ্গে মিলিয়ে একটু জমকালো বড় নাকফুলও পরা যেতে পারে।

তবে এখনোও যারা নাক ফোরান নি, তারা ভালো কোনো পার্লার অথবা ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। কারণ নাকে কিছু স্পর্শকাতর শিরা থাকে। তাই নাক ফোরানোর পর প্রথমে সোনার নাক ফুল পরলে আর সমস্যা হয় না।

মনে রাখা দরকার যাদের এলার্জি আছে তারা নাক ফোরানোর পর এলার্জি জাতীয় খাবার এড়িয়ে চলুন। আর যারা কখনই নাক ফোরাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন বাজারে বিভিন্ন ডিজাইনের আলগা নাকফুলও পেয়ে যাবেন সহজে।

নাকফুল যত্নে রাখতে চাইলে ব্যবহার শেষে টিস্যু কিংবা তুলোয় মুড়িয়ে রাখুন। এতে দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকবে আপনার প্রিয় নাকফুলটি।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৩   ৫৬৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ