বেধড়ক লাঠিপেটা করে পুলিশ বলছে ‘গ্রুপিং’

Home Page » আজকের সকল পত্রিকা » বেধড়ক লাঠিপেটা করে পুলিশ বলছে ‘গ্রুপিং’
সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ গাজীপুরে বিএনপির যৌথ কর্মিসভায় পুলিশ বেধড়ক পিটিয়েছে। পিটুনি এবং পালাতে গিয়ে হুড়াহুড়িতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে। জেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক মো. নাহিন আহমেদ মোমতাজীর (৪৫) পা ভেঙে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ নেতাকর্মীকে আটক করেছে। পরে এ ঘটনাকে কোন্দল বলেছে পুলিশ।

আহতদের মধ্যে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা (২৮), গাজীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলকর্মী ফারুক আহমদ (২৭), এরশাদ সরকার (২৫), মো. কবির (২৮) ও দীপুর (২৫) নাম জানা গেছে।

আটকদের মধ্যে গাজীপুর সদর থানা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সোলায়মান খান, কেন্দ্রীয় ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক গাজী সুলতান শাহজাহান জুয়েল, ছাত্রদলকর্মী ফারুক (২৭), এরশাদ সরকার (২৫), কবির হোসেন (২৮) ও দীপুর (২৫) নাম জানা গেছে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ জানান, রবিবার সকালে শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি যৌথ কর্মিসভার আয়োজন করে। এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় চিপ হুইপ মো. জয়নাল আবেদিন ফারুক। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভা শুরু হলে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, গাজীপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ আহমেদ, গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া হান্নু প্রমুখ।

দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের নেতৃত্বে জেলা গোয়েন্দা ও জয়দেবপুর থানার বিপুলসংখ্যক পুলিশ ওই কমিউনিটি সেন্টার ঘিরে ফেলে। ভেতরে দুই হাজারের বেশি কর্মী ছিল। অনেকে তখনো গেট দিয়ে প্রবেশ করতে ছিল। পুলিশ মূল গেটে অবস্থান নিয়ে কয়েকজন নেতাকর্মীকে আটক এবং কয়েকজনকে পেটায়। এ খবর ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানকারী নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে কমিউনিটি সেন্টারের পেছনের দেয়াল টপকে পালাতে শুরু করে। পরে কর্মিসভা সংক্ষিপ্ত করে নেতারা বেরিয়ে যাওয়ার পথে পুলিশ বেপরোয়া লাঠি পেটায়। এ সময় জয়নাল আবেদিন ফারুক ও ফজলুল হক মিলনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ জয়নাল আবেদিন ফারুক ও ফজলুল হক মিলনকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলেন।

ফজলুল হক মিলন জানান, কমিউনিটি সেন্টারটি কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে কর্মিসভার আয়োজন করা হয়েছিল। শান্তিপূর্ণ সভায় পুলিশ নেতাকর্মীদের নির্দয়ভাবে পিটিয়েছে। লাঠিচার্জে পালাতে গিয়ে ২৫ নেতাকর্মী আহত হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, পুলিশের অনুমতি ছাড়া বিএনপি ওই সভার আয়োজন করেছিল। এতে তাদের কোন্দলে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:০৩:০৯   ৪৮৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ