২ থেকে ১১ ফেবুয়ারি জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব

Home Page » আজকের সকল পত্রিকা » ২ থেকে ১১ ফেবুয়ারি জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব
সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ ‘বিহ্বল সময়, তবু গাই জীবনের জয়গান’ স্লোগানকে ধারণ করে ১০ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০১৮ এর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার। ২ ফেবুয়ারি থেকে শুরু হয়ে উৎসব চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

রবিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ২০১৮ এর আহ্বায়ক নাজমুল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৮ বছর পূর্তি উপলক্ষ্যে ১ম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নেবে এই নাট্যোৎসবে।

২ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টায় নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালি শেষে বিকাল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উদ্বোধন করবেন উৎসবের।

৩ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে মঞ্চায়িত হবে নাটক ‘মুখরা রমণী বশীকরণ’। ৪ ফেব্রুয়ারি (রোববার) জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় থাকবে নাটক ‘নিশিমন বিসর্জন’। ৫ ফেব্রুয়ারি (সোমবার) জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘মানুষ’। এটি জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯০তম প্রযোজনা।

৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিক থিয়েটারের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘চে’র সাইকেল’। পরদিন ৭ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় অনুষ্ঠিত হবে নাটক ‘নীল দংশন’।

৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাবি থিয়েটারের প্রযোজনায় নাটক ‘হাত হদাই’। ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বুয়েট ড্রামা সোসাইটির প্রযোজনায় থাকবে নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ণ’ এবং সর্বশেষ ১১ ফেব্রুয়ারি (শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘ক্যাপ্টেন হুররা’।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর থিয়েটারের বর্তমান সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সাবেক সাধারণ সম্পাদক পার্থ প্রতিম তঞ্চঙ্গা পিয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিদা শাহিদ, আয়েশা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০০:০৬   ৭৬৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ