কাউকে ভয় পাই না আমরা : পাকিস্তান

Home Page » আজকের সকল পত্রিকা » কাউকে ভয় পাই না আমরা : পাকিস্তান
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত

 বঙ্গ-নিউজঃ ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-ভারত সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। এমন পরিস্থিতিতে সম্প্রতি ভারত সফরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তারই জের ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত ও ইসরায়েল অভিন্ন অশুভ উদ্দেশ্য নিয়ে নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু পাকিস্তান একে ভয় পায় না। কেননা নিজেকে সুরক্ষা দেবার সামর্থ্য পাকিস্তানের রয়েছে। এসময় তিনি এ দুটি দেশকেই তিনি মুসলমানদের ভূখণ্ড দখলকারী বলে অভিহিত করেন।

পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও টিভির ‘ক্যাপিটাল টক’ নামের টক-শো অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ভারত ও ইসরায়েল উভয় দেশই মুসলমাদের ভূখণ্ড দখল করে রেখেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের বিশাল এলাকা আর ভারত কাশ্মীরের মুসলমানদের ভূখণ্ড দখল করে রেখেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই ইসরায়েলের অস্তিত্বকে মেনে নেয়নি, নেবে না। মুসলমানদের প্রতি শত্রুতাই ভারত-ইসরায়েলের বন্ধুত্ব ও আঁতাতের মূল ভিত্তি।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে পাকিস্তানি জাতির ভাবাবেগ জড়িত। আর কাশ্মীর ইস্যুটির সঙ্গে পাকিস্তানের অস্তিত্ব জড়িত।

পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে আমাদের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। প্রচুর আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলতা অর্জন করেছি। তাই আমরা কাউকে ভয় পাই না।
এর আগে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলার আড়ালে ভারত ও ইসরায়েল যে আঁতাত গড়ে তুলছে তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে পাকিস্তান।

উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ মুহূর্তে ভারত সফরে আছেন। গত ১৫ বছরে ভারতে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর।

বাংলাদেশ সময়: ৮:৫৭:০০   ৫১৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ