ছিটমহল বিনিময়ের বিরোধিতা বিজেপির !!

Home Page » এক্সক্লুসিভ » ছিটমহল বিনিময়ের বিরোধিতা বিজেপির !!
বুধবার, ১৩ মার্চ ২০১৩



rajnath_singh_bjp_president.pngসেলিম আজাদ বঙ্গ-নিউজ ডটকমঃ ভারতের প্রধান বিরোধী দল বি জে পি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা বাংলাদেশের সঙ্গে স্থল-সীমানা চুক্তির বিরোধিতা করবে।অপ-দখলীয় ভূমিগুলি বিনিময়ে তাদের কোনো আপত্তি না থাকলেও ছিটমহল বিনিময়কে তারা সমর্থন করবে না বলে বি জে পি জানিয়েছে।


দলের জাতীয় সভাপতি রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা ঘোষণা করেছেন।

বি জে পি বলছে, ভারত সরকার বর্তমানে যেভাবে ওই চুক্তিটি করতে চলেছে, তার ফলে জাতীয় স্বার্থ লঙ্ঘিত হবে।

কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছে তারা।
দলের জাতীয় কর্মসমিতির সদস্য ও পশ্চিমবঙ্গের প্রধান রাহুল সিনহা বিবিসি বাংলাকে জানিয়েছেন, ” ছিটমহল বিনিময় হলে যে পরিমাণ জমি হাতবদল হবে, তাতে ভারত প্রায় ৭ হাজার একর বেশি জমি হারাবে। এটা জাতীয় স্বার্থের পরিপন্থী। অপ-দখলীয় ভূমির ক্ষেত্রেও ভারতকে বেশি জমি দিতে হবে, কিন্তু সেটাতে আমাদের আপত্তি নেই। একই সঙ্গে ছিটমহলগুলির ক্ষেত্রে নাগরিক সহ বিনিময়ও আমরা মানব না।”

মি. সিনহার কথায়, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা নিয়ে কংগ্রেস আর বি জে পির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

কিন্তু বন্ধুত্ব রাখার জন্য জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে একতরফা ভাবে জমি ছেড়ে দিতে হবে, সেটা তাঁরা মানবেন না।

গত বছর ভারতের বিদেশ মন্ত্রী সালমান খুর্শিদ স্থল-সীমানা চুক্তি নিয়ে বি জে পির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন, যেখানে হাজির ছিলেন দলের পশ্চিমবঙ্গের প্রধান রাহুল সিনহা নিজেও।
তাঁর কাছে জানতে চেয়েছিলাম ওই বৈঠকে চুক্তি নিয়ে তাঁদের কোনও বিকল্প প্রস্তাব তাঁরা বিদেশ মন্ত্রীকে দিয়েছিলেন কি না।

sitmohol.png

“নির্দিষ্ট প্রস্তাব দিয়েছি আমরা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগের যে অংশটি ‘চিকেন নেক’ বলে পরিচিত, সেখানে কিছুটা জমি দিক বাংলাদেশ। চোপড়া থেকে জলপাইগুড়ি অবধি একটা করিডোর করতে দিতে হবে - বাংলাদেশকে মাত্র ৬ কিলোমিটার জমি ছাড়তে হবে। আর ছিটমহলগুলোর নাগরিকদের দায়িত্ব তাঁদের নিজেদের দেশকেই নিতে হবে,” মন্তব্য রাহুল সিনহার।

ভারতের সরকার বলছে যে তারা সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনী বিলটি নিয়ে আসবে।

নিয়ম অনুযায়ী সংবিধান সংশোধন করতে গেলে সংসদের দুই কক্ষতেই উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের ভোটে সেটি পাশ করাতে হবে।

বি জে পির সমর্থন না পেলে ওই সংবিধান সংশোধনী পাশ করানো অসম্ভব হবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পক্ষে।

বাংলাদেশ সময়: ৯:২৬:১২   ৫৬০ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ