স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু গ্রুপের সংঘর্ষ

Home Page » সারাদেশ » স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু গ্রুপের সংঘর্ষ
রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮



ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু গ্রুপের সংঘর্ষ
আল-আমিন আহমেদ,বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের বুড়িপত্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে বুড়িপত্তন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির অভিবাক সদস্য গঠনের সময় বুড়িপত্তন গ্রামবাসী’র দু পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুপক্ষের পাঁচ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে একজনকে পাশ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঐ দু গ্রুপ হলো বুড়িপত্তন গ্রামের আব্দুল আলী সমর্থন পক্ষ ও আব্দুল জব্বার সমর্থন পক্ষ স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার জানান, এই সংঘর্ষ ঘটানোর ব্যাপারে আব্দুল আলী ও তার সমর্থকদের পূর্ব পরিকল্পিত ছিল। এই সংঘর্ষে আমার লোকদের মধ্যে পাঁচ জন আহত হয়েছে।
আব্দুল আলী জানান, এই সংঘর্ষ ঘঠানোর জন্য কোনো পূর্ব পরিকল্পিত ছিলনা। জব্বারের সমথর্কেরা আমার লোক জনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের সময় আমার পকেট থেকে তাঁর লোকেরা ত্রিশ হাজার টাকা ছিনতাই করেছে। এবং আমাকে আঘাত করে। এজন্য আমি থানায় একটি সাধারন ডায়েরী করেছি।
বুড়িপত্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন জানান, ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে অপীতিকর ঘটনার জন্ম নেয়।তাহলে এই বিষয়টা তো ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার ওপর মারাত্নক প্রভাব পড়বে। তিনি আরোও বলেন এই বিষয়ে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে স্বাভাবিক রাখতে, সাময়িকভাবে উক্ত কমিটির নির্বাচনকে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:১৭:০৬   ৭৩৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ