থার্টি ফার্স্টে জাবির নিরাপত্তা জোরদার

Home Page » প্রথমপাতা » থার্টি ফার্স্টে জাবির নিরাপত্তা জোরদার
রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বঙ্গ-নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১২টার পর ২০১৮ সালের সূচনা হবে। ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে গিয়ে ক্যাম্পাসে যাতে কোনো উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত কর্মকাণ্ড না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩১ ডিসেম্বর বিকেল থেকে ১ জানুয়ারি সকাল পর্যন্ত বহিরাগত কোনো মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার ও ট্যাক্সিক্যাব ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

রোববার সন্ধ্যার মধ্যে বহিরাগতদের ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছ। জয় বাংলা গেট ছাড়া ক্যাম্পাসের অন্য সব গেট বন্ধ রাখা হবে। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশি টহলের ব্যবস্থা রাখা হয়েছে। স্ব-স্ব হল প্রশাসন হলের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রক্টরিয়াল বডি আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক তদারকি করবেন। বটতলার দোকান রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

এছাড়া ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের রাত ১১টার মধ্যে নিজ নিজ হলে প্রবেশ করতে হবে,নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, হলের ভেতরে বা বাইরে মিছিল-সমাবেশ করা যাবে না এবং কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া যাবে না বলে জানান রেজিস্ট্রার।

বাংলাদেশ সময়: ২১:১২:০১   ৮৫৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ