যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কে নির্যাতন!

Home Page » বিবিধ » যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কে নির্যাতন!
সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭



বঙ্গ-নিউজ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা দিতে না পারায় রোকসানা বেগম (২২) নামে এক গৃহবধুকে লাঠি দিয়ে বেধড়ক পেটিয়েছেন পাষন্ড স্বামী ও শাশুড়ি। নির্যাতনের স্বীকার ওই গৃহবধু বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রোববার দুপুরের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নির্যাতনের স্বীকার রোকসানা বেগম ব্যাথার যন্ত্রনায় বেডে শুয়ে কাতরাচ্ছে। তার মাখায় ৫টি সেলাই দিয়েছে চিকিৎসকরা। তার শরিরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার রাতে ওই গৃহবধুর ভাবী আকলিমা বেগম (৩৫) বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার শাখাতী গ্রামে তার শশুর বাড়ীতে এ নির্যাতনের ঘটনটি ঘটে।
নির্যাতনের স্বীকার গৃহবধু জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে রোকসানা বেগম।
অভিযুক্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার ওই গ্রামের ফজলুল হকের পুত্র ও নির্যাতনের স্বীকার গৃহবধুর স্বামী আব্দুর রাজ্জাক (২৫), শাশুড়ী আরজীনা বেগম (৪০) এবং নানী শাশুড়ী ইয়াতন নেছা (৫৫)।
জানা গেছে, ২০১৪ সালে যৌতুক হিসেবে ১ লক্ষ্য টাকা ও ২০ হাজার টাকা মূল্যের স্বর্নের গহনা প্রদানের মাধ্যমে আব্দুর রাজ্জাকের সাথে বিয়ে হয় তার। এরপরেও বিয়ের সপ্তাহ না যেতেই তাকে আবারো ১ লক্ষ্য টাকার জন্য চাপ দেয়। রোকসানার বাবা গরীব হওয়ায় টাকা দিতে অপারগতা জানালে তার উপড় নেমে আসে নির্যাতনের খোড়াগ। স্বামী, শাশুড়ি ও নানী শাশুড়ির নির্যাতন দিন দিন সহ্য করে আসা রোকসানা ঘর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। এতে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এমবস্তায় আবারো যৌতুকের এক লক্ষ্য টাকা চায় রোকসানার কাছে। সে দিতে অস্বীকার করলে নির্যাতন শুরু করেন। পরে তার ভাই শিমুল খবর পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রোকসানা জানান, যৌতুকের বাকী টাকার জন্য দিন দিন নির্যাতন করতে থাকে। এ নিয়ে একাধিক বার ইউপি সদস্য শালিশি বৈঠকের মাধ্যমে আব্দুর রাজ্জাককে সতর্ক করে দেন। এর পরেও চলতে থাকে তার উপর নির্যাতন।
রোকসানার স্বামী আব্দুর রাজ্জাকের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, এটা সম্পূর্ন মিথ্যা অভিযোগ। তাকে আমি বা আমার কেউ মারধর করেনি। তবে কিভাবে মাথা ফেটেছে বা হাসপাতালে ভর্তি আছে এ ব্যাপারে সে কিছুই জানেনা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৩   ৬২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ