মহিউদ্দিনের বাসায় গেলেন প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » মহিউদ্দিনের বাসায় গেলেন প্রধানমন্ত্রী
রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭



চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি রোববার বিকেল চারটায় মহিউদ্দিন চৌধুরী বাসভবন থেকে তোলা। ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকেলে প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন। চট্টগ্রাম নগরের চশমা হিলের বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন। একই সময়ে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে নিহত ১০ পরিবারের সদস্যদেরও সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী।

সকালে চট্টগ্রামে পৌঁছে নৌবাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকেল ৪টা ৫ মিনিটে নগরের ষোলোশহর এলাকায় অবস্থিত চশমা হিলে মহিউদ্দিনের বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৩৭-৩৮ মিনিট তিনি অবস্থান করেন। এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সাংসদ হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

চশমা হিলের বাসভবনের আঙিনায় পৌঁছার পর প্রধানমন্ত্রীকে প্রথমে স্বাগত জানান প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী ও কনিষ্ঠ ছেলে বোরহানুল হাসান চৌধুরী। এরপর ঘরে ঢোকার সময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, মহিউদ্দিন চৌধুরীর একটি কক্ষে প্রধানমন্ত্রী প্রবেশ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর ছবি ছাড়াও বিভিন্ন সময়ে তোলা তাঁর অনেক ছবি ছিল। ফ্রেমে বাঁধানো ছবিগুলোর দিকে তাকানোর সময় প্রধানমন্ত্রীকে আবেগাপ্লুত হতে দেখা গেছে। এরপর প্রধানমন্ত্রী আরেকটি কক্ষে প্রবেশ করেন, যেখানে পরিবারের সদস্যরা ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনও ছিলেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন-সংগ্রামে মহিউদ্দিন চৌধুরীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁর মৃত্যুতে রাজনীতিতে এক বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ-ও বলেছেন, সবাইকে একদিন চলে যেতে হবে। মহিউদ্দিন চৌধুরীও চলে গেছেন। কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন বলে সবাইকে তাঁকে শ্রদ্ধার চোখে দেখছেন।

মোশাররফ হোসেন আরও জানান, পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীর বসার ঘরে চলে যান। সেখানে অপেক্ষমাণ নিহত ১০ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় প্রতি পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। তাঁদের সন্তানদের পড়াশোনার খরচ বহন এবং চাকরিযোগ্য কেউ থাকলে যথাযথভাবে আবেদন করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে মহিবুল হাসান চৌধুরী তাঁর বাবার মৃত্যুতে সান্ত্বনা দিতে আসা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। অনেক নির্যাতন ও প্রতিবন্ধকতার মধ্যেও তিনি নীতিচ্যুত হননি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন।’

নিহত ঝন্টু দাশের স্ত্রী লাকী দাশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে অভিভূত। তিনি প্রথম আলোকে বলেন, ‘কঠিন সময়ে তিনি (প্রধানমন্ত্রী) আমাদের খোঁজ নিয়েছেন, টাকা দিয়েছেন। আমার সন্তানের পড়াশোনার খরচ এবং চাকরি করার উপযুক্ত থাকলে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে গত ১৮ ডিসেম্বর একযোগে নগরের ১৪টি কনভেনশন ও কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়। রীমা কনভেনশন সেন্টার বরাদ্দ ছিল সনাতন ধর্মাবলম্বীদের জন্য। ওই দিন রীমার পশ্চিম দিকের ফটক খুলে দেওয়া হলে হুড়োহুড়ি করে ঢোকার সময় পদদলিত হয়ে ১০ জন মারা যান। মহিউদ্দিন চৌধুরীকে ভালোবেসে বেশির ভাগ মানুষ সেদিন কমিউনিটি ও কনভেনশন সেন্টারে উপস্থিত হয়েছিলেন।

১৪ ডিসেম্বর দিবাগত রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন চৌধুরী মারা যান।

প্রধানমন্ত্রীর চশমা হিলের বাসভবনে আগমন উপলক্ষে গতকাল সকাল থেকে সাধারণ মানুষের চলাফেরা এবং গাড়ি চলাচল সীমিত করা হয়। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী গতকাল নেভাল একাডেমিতে কুচকাওয়াজ দেখে সাগরপাড়ে নির্মাণাধীন আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাট ও জাকির হোসেন সড়ক হয়ে চশমা হিলে যান। একই পথ দিয়ে তিনি আবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে উড়োজাহাজে চড়ে প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ সময়: ২৩:০২:২৩   ৫৬৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ