বিরোধী দলের ওয়াক আউটের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন

Home Page » জাতীয় » বিরোধী দলের ওয়াক আউটের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন
মঙ্গলবার, ১১ জুন ২০১৩



songsod-300x193.pngবঙ্গ- নিউজ ডটকমঃ জাতীয় সংসদে মঙ্গলবার ১৮তম অধিবেশনের সপ্তম কার্যদিবসে আসরের নামাজ বিরতির পর সন্ত্রাস বিরোধী বিল ২০১৩ জাতীয় সংসদে পাস হওয়ার আগে সন্ধ্যা সাড়ে পাঁচটায় সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যায় বিরোধী দল।মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল পাসের জন্য সংসদে উত্থাপন করেন। উত্থাপনের পর কণ্ঠভোটে পাস হয় বিলটি।

২০০৯ সালে প্রণীত এই আইনে ফেইসবুক, টুইটার, স্কাইপ বা ইন্টারনেট থেকে পাওয়া তথ্য আদালতের সাক্ষ্য হিসাবে গ্রহণ করার বিধান যোগ করে মঙ্গলবার তা পাস হয়।

বিলটি পাসের আগে এর তীব্র বিরোধিতা করে ওয়াক আউট করেন বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের সংসদ সদস্য মওদুদ আহমদ বলেন, সন্ত্রাস দমনের জন্য নয়, বিরোধী দলকে দমনের জন্য এই আইনের অপব্যবহার হবে। এ বিলকে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এর চেয়ে জনকল্যাণমূলক আইন করা ভালো।

বিল পাসের আগে আগে ব্যারিস্টার মওদুদ আহমদ উঠে দাঁড়ালে স্বরাষ্ট্রমন্ত্রীকে থামিয়ে স্পিকার তাকে কথা বলার সুযোগ দেন। এ অবস্থায় ওয়াকআউটের ঘোষণা দেন মওদুদ।

এদিকে, আইন পাসের আগে ওয়াক আউট করলেও কিছুক্ষণ পর বাজেটের ওপর আলোচনার শুরুতেই আবার অধিবেশন কক্ষে ফিরেন বিরোধী দলের সদস্যরা।

উল্লেখ্য: গত ৩ জুন বাজেট অধিবেশন শুরুর দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন স্পিকার এটি পরীক্ষা-নিরীক্ষা করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।

পরীক্ষা-নিরীক্ষা শেষে সংশোধন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয় গত ৫ জুন। এরপর গত ৯ জুন রোববার কমিটি জাতীয় সংসদে বিলটি পাঠায়।

বাংলাদেশ সময়: ২২:৪২:০৮   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ