লালমনিরহাটে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

Home Page » বিবিধ » লালমনিরহাটে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭



বঙ্গ-নিউজ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধিঃ উত্তরের হিমালয় থেকে নেমে আসা ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের মানুষের জনজীবন। গত দু’দিন থেকে সারা দিনভর মিলছে না সুর্যের দেখা। প্রচন্ড ঠান্ডায় কৃষক, শ্রমজীবি মানুষ ঘর হতে বাইরে যেতে না পারায় দুর্ভোগে পড়েছে তারা। টাকার অভাবে কিনতে পারছেন না শীতবস্ত্র। তাকিয়ে আছেন সরকারী অথবা বেসরকারী সাহায্য সহযোগিতার দিকে।
ঘরে ঠান্ডা বাইরে ঠান্ডা শুধু ঠান্ডা আর ঠান্ডা। ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। চরম বিপাকে রয়েছেন শ্রমজীবি, ছিন্নমুল ও তিস্তা-ধরলা পাড়েরর হাজার হাজার হতদরিদ্র মানুষ। এদিকে প্রচন্ড এই শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। কনকনে ঠান্ডায় শ্রমজীবি, ছিন্নমুল মানুষের পাশাপাশি সীমাহীন কষ্টে রয়েছেন তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের হাজার হাজার হত দরিদ্র মানুষ।
ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহে সব শ্রেনীর মানুষ চরম বেকায়দায় পড়েছে। ঘর থেকে বের হতে পারছে না ছিন্নমূল মানুষ। মাঠে কাজ করা তো দুরের কথা দুপুর ১২টা হলোও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাট। হেড লাইট জ্বালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কাজকর্ম কমে গেছে উপার্জনক্ষম মানুষের। চরম সংকটে পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষরা।
এদিকে খোলা বাজারের শীতবস্ত্রের দোকানে ভীড় করছেন মধ্য ও নিম্নবিত্ত মানুষেরা। কিন্তু শীত বেশী হওয়াতে ওখানেও দাম বেশ চড়া। শীত নিবারনে চর ও বস্তি এলাকার মানুষজন খড়-কুঠোয় আগুন ধরিয়ে শরীরে তাঁ দিচ্ছেন। শরীরে একটু আগুনের তাঁ নিয়ে কিছুক্ষন কাটছে তাদের। পুনরায় শীতের প্রকোপে দিশেহারা এসব মানুষ।শীতবস্ত্র কেনার সামর্থ্যহীন এসব শীতার্ত মানুষ তাকিয়ে থাকেন সরকারী অথবা বেসরকারী সাহায্য সহযোগিতার উপর।
এদিকে চলতি শীতে এখন পর্যন্ত কোন সরকারী কিংবা বেসরকারী উদ্যোগে শীতবস্ত্র না পাওয়ার কথা স্বীকার করে এই জনপ্রতিনিধি জানালেন,তীব্র শীতে নাজেহাল ছিন্নমুল মানুষ। কিন্তু সরকারি কোন সহযোগিতা না পাওয়ায় তাদের পাশে দাড়ানো যাচ্ছে না বলে জানান সদরের মোগলহাট ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪:০৬:২৫   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ