আল- আমিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজ: হাওর-বাওড়ের দেশ খ্যাত দেশের অন্যতম একটি জেলা হচ্ছে সুনামগঞ্জ।ভোরের কাকডাকা স্বরে যাদের ঘুম ভাঙ্গে তাঁদের অধিকাংশই এখানের বাসিন্দা।প্রকৃতির সাথে নিয়ত লড়াই করেই বসবাস করে এখানকার মানুষ।তাঁদেরো রয়েছে নিজেদের ইতিহাস,ঐতিহ্য।শত কষ্টের মাঝেও নিজ অন্তকুঠরে লালন করেন তাঁদের সাহিত্য, সংস্কৃতিকে।আবহমান কাল ধরেই এখানের মানুষজন ঈদ,পূজো,পার্বনের সাথে পালন করে আসছেন দেশের প্রতিটি জাতীয় দিবস।এরই ধারাবাহিকতায় আজ শনিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা সদরে গান,কবিতা আর সাহিত্য আড্ডার মধ্য দিয়ে বিজয় দিবস উৎযাপন করলো বংশীকুন্ডা সাহিত্য সংসদ। সংসদের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন’র সঞ্চালনে বেলা ৩.০০ টায় থেকে শুরু হওয়া অনুষ্ঠাণে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আনোয়ার হোসেন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র জয়ন্ত কুমার বিশ্বাস।পরে একে একে কবিতা আবৃত্তি করেন রাজীব হোসেন,আনোয়ার হোসেন,মোবাশ্বির আলম,জুয়েল মিয়া,রাজু আহমেদ,রিয়াদ মাহফুজ,মনিরুপা,শাহআলম,রেবেকা আক্তার,জাকিয়া আক্তার,বাবলু সরকার,আশিকনূর,রেদোয়ান হাসান প্রমূখ। আবৃত্তি পর্বের পরে সংগঠনের পক্ষে শুভেচ্চা বক্তব্য নিয়ে আসেন বংশীকুন্ডা কলেজের প্রভাষক, সংসদের সিনিয়র সহ-সভাপতি রিপন মিয়া।পরে আরো বক্তৃতা রাখেন নোয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর আলম,সহ-সাধারন সম্পাদিকা কবি পারভীন আক্তার পান্না,দক্ষিণ বংশীকুন্ডা ইউডিসি কম্পিউটার অপারেটর রাজু আহমেদ,সাংবাদিক আল-আমিন আআহমেদ সালমান,সাহিত্য পিপাসু আব্দুল হামিদ,বংশীকুন্ডা কলেজের প্রভাষক,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃনূর আলম,গবেষনা সম্পাদক মাহফুজ মিয়া,প্রবাসী মোঃ রব মিয়া,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুস সাত্তার,বাউলকবি সুধীর রঞ্জন সরকার,গীতিকার,সাহিত্যিক আরব আলী,বিশিষ্ট ব্যবসায়ী বাদল সরকার,এমসি কলেজ কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি অসীম সরকার,কামার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,কবি পুরঞ্জয় সাহা রায়,ভাটি বাংলার গর্ব,আজকের প্রধান অতিথি বিশিষ্ট লেখক,কলামিস্ট,হাওর গবেষক সজল কান্তি সরকার।প্রধান অতিথি সজল কান্তি সরকার তাঁর বক্তৃতার শুরুতেই সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে হাওরকে সুরের রাজধানী হিসেবে উল্লেখ করেন।সেই সাথে সাহিত্যকে হাওরের হীরার খনি হিসেবে আখ্যায়িত করেন।এসময় ছেলে-মেয়েদের আড্ডায় উপস্থিতি সন্তোষ্টি প্রকাশ করে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞানার্জনের জন্য পাঠ্যবই বহির্ভূত জ্ঞানমূলক বই পড়ার উপর গুরুত্ত্ব আরোপ করেন। অনুষ্ঠানের এক পর্যায় বিজয় দিবস স্মরণে বেহেলা সংযোগে গান পরিবেশন করেন বাউল কবি সুধীর রঞ্জন সরকার।এসময় পুরো অনুষ্ঠান স্থল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তুমুল করতালির মধ্য দিয়ে উপস্থিত সকল তাঁকে অভিনন্দন জানান। সর্বশেষ, সভাপতির বক্তৃতায় হাওর পাড়ের গর্ব, সংসদের সভাপতি,বিশিষ্ট লেখক,কলামিস্ট ও হাওরকবি খ্যাত কবি জীবন কৃষ্ণ সরকার হাওরপাড়ের সাহিত্য চেতনা বিকাশে সকলের সর্বাত্মক সহযোগিতার আশা কামনা করেন।প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে এসময় তিনি বলেন, আপনাদের মত ব্যক্তিদের সার্বিক সহযোগিতা পেলে হাওপাড়ের সাহিত্যকে অবশ্যই জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবো।এসময় তিনি সকলে সহযোগিতা পেলে হাওরপাড়ে বইমেলা আয়োজনের জোড় আশা ব্যাক্ত করেন।পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
বাংলাদেশ সময়: ২১:৩৯:১৬ ১০৪৯ বার পঠিত