কালিয়াকৈরে মাহমুদ জিন্স লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে মাহমুদ জিন্স লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭



মোঃফজলুল হক,বঙ্গ নিউজঃ গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় শনিবার সকালে মাহমুদ জিন্স লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানায় বেতন বৃদ্ধিতে বৈষম্য এবং শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের এক পর্যায়ে বিক্ষোভের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কারখানাটির শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়,কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাথেই অবস্থিত মাহমুদ জিন্স লিমিটেড নামক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছে। কারখানায় প্রতি বছর শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয় মূল বেতনের ৩% অথবা ৫%। এবছর প্রত্যেক শ্রমিকের বেতন জনপ্রতি ১০০-৩০০ টাকা বৃদ্ধি করেন কর্তৃপক্ষ । এ নিয়ে গত কয়েকদিন ধরে ওই কারখানার শ্রমিকদের মধ্যে চাপ ও ক্ষোভ বিরাজ করে। ক্ষোভের এক পর্যায়ে বেতন বৃদ্ধিতে বৈষ্যমের প্রতিবাদ করায় ৪ ডিসেম্ভর ১৩ জন শ্রমিককে অজ্ঞাত কারণে ছাঁটাই করা হয়। এ নিয়ে শনিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভিতরে শান্তিপূর্ণ অবস্থান করে। এ ঘটনা শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সকাল সারে ১০ টার দিকে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পরে। এক পর্যায়ে শ্রমিকরা কর্মকর্তাদের উপর হামলা চালায়। এতে কারখানার দুই কর্মকর্তাসহ কম পক্ষে ১২ জন শ্রমিক আহত হয়। পরে কর্তৃ পক্ষ কারখানা ১ দিনের ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

রবিবার শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করতে আসলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পেয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।
শিল্প পুলিশ গাজীপুর-১ এর ওসি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে নিলে পরিস্থিতি শান্ত হয়। কারখান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছেন। ---

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৫   ৭৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ