প্রায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবারকে

Home Page » আজকের সকল পত্রিকা » প্রায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবারকে
সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ হিসাবে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ে বাসের (চুয়াডাঙ্গা ডিলাক্স) তিন মালিককে ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৫২ টাকা, বাস চালককে ৩০ লাখ এবং ইনস্যুরেন্স কোম্পানিকে ৮০ হাজার টাকা দিতে বলা হয়েছে। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও ছেলে নিষাদ মাসুদ এবং বৃদ্ধা মা নূরন নাহারকে ক্ষতিপূরণের এ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ রায় দেন। রায়ে বলা হয়েছে, দুর্ঘটনার দায় গাড়ি চালককেও নিতে হবে। এ কারণে ক্ষতিপূরণের দায় গাড়ির চালকের ওপরও বর্তাবে। এটা করা না হলে তারা দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হবে না। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী দেশের প্রত্যেকটি জেলায় একটি করে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। আইনের এই বিধানটি কার্যকর হয়নি। এ কারণে যারা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় নিহত/আহত হচ্ছেন তার ক্ষতিপূরণ দাবি করে ট্রাইব্যুনালে যেতে পারছে না। ট্রাইব্যুনাল গঠন হলে সেখানে ক্ষতিগ্রস্থরা মামলা করার সুযোগ পাবেন।

রায়ের পর ক্যাথরিন মাসুদ সাংবাদিকদের বলেন, তারেককে তো আর ফেরত পাবো না, তবু এ রায় এক সান্ত্বনা। সান্ত্বনা পাচ্ছি আমার ৭ বছরের ছেলের জন্য যে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। সান্ত্বনা তারেকের মায়ের জন্য, যে তার বড় ছেলেকে হারিয়েছে। সান্ত্বনা পাচ্ছি হাজার মানুষের জন্য, যারা সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত তার স্বজনদেরকে হারাচ্ছে। ক্যাথরিনের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, নয়টি খাতে প্রায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করা হয়। কিন্তু আদালত সব খাতে না দিয়ে মোট তিনটি খাতে ক্ষতিপূরণ নির্ধারণ করে দিয়েছেন।

২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চুয়াডাঙ্গা ডিলাক্স নামে একটি বাসের সঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং মিশুক মুনীর।

বাংলাদেশ সময়: ৭:২৬:১৯   ৫৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ