বঙ্গ-নিউজঃ ভাষাবিদ উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, মিডিয়া ব্যাক্তিত্ব, ও জনপ্রিয় কূটনৈতিক টকশো উপস্থাপক ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খানের জন্মদিনে অংশগ্রহণ করেছেন, রাষ্ট্রদূত, আর্মি জেনারেল, সরকারের সচিব, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিল্পপতি সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহাম্মেদ বলেন, মাসুদ এ খান এর নেতৃত্বে বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলে মিলে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন বলে মাসুদ এ খানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। মেজর জেনারেল ডঃ শফিউল্লাহ খান বলেন, মাসুদ এ খান আমাদের অহংকার। তার মানবহিতৈসী কাজের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে দেশে এবং বিদেশে নিরন্তন কাজ করে চলেছে।মাসুদ এ খান আজকের যুবসমাজের অহংকার, তার জীবন প্রণালী অনেকের জন্য অনুস্মরনীয় বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান বলেন, মাসুদ এ খান দেশের পক্ষে দেশ বিদেশে যে কাজটি করে চলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি বাংলাদেশের বিশেষ দূত হিসেবে বা সিটিজেন এ্যম্বাসেডর হিসেবে দেশেরে ভাবমূর্তি উন্নয়ন কল্পে কাজ করে চলেছেন্। পররাষ্ট্রমন্ত্রণালয়ের পরিচালক শফিকুর রহমান বলেন, মাসুদ এ খান ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশন এক সাথে একই সূত্রে গাঁথা।তার মাহৎ কার্যক্রম কাছে থেকে অবলোকন করার সুযোগ হয়েছে, বিশেষ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে মিশরে থাকা কালীন সময়ে বিবিএফ এর ব্রান্ডিং বাংলাদেশ কার্যক্রম নিঃসন্দেহে মিশরে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অনৈন্য ভূমিকা রেখেছে। বিশিষ্ট সংগীত শিল্পি হায়দার হোসেন বলেন, মাসুদ এ খান আমার ঘনিষ্ট বন্ধু তার কার্যক্রম সত্যিই প্রশংসনিয়। তার জীবনের সফলতা কামনা করে সবসময় তার সাথে থাকার মনোবাসনা ব্যাক্ত করেন। শিল্পপতি রবিউল আলম বলেন, মাসুদ এ খান আমার অত্যান্ত কাছের বন্ধু তাকে নিয়ে আমরা সবাই গর্বিত। মঞ্জুরুল আলম, এফ সি এ বলেন, আমার ব্ন্ধু মাসুদ এ খান দেশের সম্পদ। বিবিএফ এর পরিচালক মাহমুদ আলম বলেন, দেশের মানব সম্পদ উন্নয়নে ও বহুভাষা শিক্ষা বিস্তারে মাসুদ এ খানের ভূমিকা অনন্য। মেজর আফসারী বলেন, মাসুদ এ খান বাংলাদেশের পতাকা পৃথিবীর বহু দেশে পরিচয় করিয়ে দিয়েছে। ইউল্যাব এর ভিসি ডঃ জহিরুল হক বলেন, মাসুদ এ খানের মতো একজন বন্ধু পেয়ে আমি গর্বিত। এ.পি.বি নিউজ টিভির চেয়ারম্যান মোবারক ফরাজী বলেন, মাসুদ এ খান একজন গণমাধ্যম ব্যাক্তিত্ব হিসেবে বিদেশি রাষ্ট্রদূতদের স্বাক্ষাৎকার গ্রহণ করে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পারিক সম্পর্ক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।
শিক্ষাবিদ ও যুব উন্নয়ন গবেষক, বঙ্গ-নিউজ এর সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান জয় বলেন, মাসুদ এ খান ভাষা, শব্দ এবং বিষয় উপস্থাপনে বাংলাদেশে একজন মডেল হয়ে উঠেছেন,তিনি বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিচ্ছেন। ইবাইস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কাউসার এইচ কমেট বলেন, মাসুদ এ খান বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলেছেনে। ইন্সিপিরিশন একাডেমীর চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, মাসুদ এ খান যুব সমাজের আইকন।আয়োজক কমফোর্ট ইন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত বাসু মাসুদ এ খানের উত্তোরোত্তোর সাফল্য কামনা করেন।জাহিদ আহাম্মেদ চৌধুরী বলেন, আমরা সবসময় মাসুদ এ খানের পাশে থাকবো।
সংগীত শিল্পি রওনাক আফজা ও দেশের খ্যাতিমান কন্ঠশিল্পি হায়দার হোসেনের গানের মধ্যদিয়ে সবার ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠে মাসুদ এ খানের জন্ম দিন। মাসুদ এ খান নিজে সবার কাছে দোয়া কামনা করেন।
বাংলাদেশ সময়: ১০:১৩:৩২ ১৪২৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News #জন্মদিন