শহীদদের স্মরণে নির্মিত শিশু একাডেমি এখন গণশৌচাগার; মুরাদনগরে

Home Page » এক্সক্লুসিভ » শহীদদের স্মরণে নির্মিত শিশু একাডেমি এখন গণশৌচাগার; মুরাদনগরে
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭



ফাইল ছবি। বঙ্গ-নিউজঃ (সাজ্জাদ কামাল) মুরানগর উপজেলা সদরে অবস্থিত প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে প্রায় তিন হাজার বর্গফুট আয়তনের তিনতলা বিশিষ্ট শহীদ স্মৃতি শিশু একাডেমিটি এখন প্রায় গণশৌচাগারে পরিণত হয়েছে। ব্যয়বহুল এ অডিটরিয়ামটি উদ্বোধনের পর থেকে অভিভাবকহীন হয়ে অযত্ন ও অবহেলায় পড়ে আছে।সরেজমিনে জানা যায়, মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়ের ছাত্রাবাস, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, মুরাদনগরের একমাত্র খেলার মাঠ, নূরনন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, সাব-রেজিষ্ট্রি আফিস, মুরাদনগর থানা এবং সহকারী পুলিশ সুপারের কার্যালয় এতগুলো প্রতিষ্ঠানের মাঝে ১৯৮৯ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করে মুরাদনগর শহীদ স্মৃতি শিশু একাডেমি। নির্মাণ শেষে পাঁচ/ছয় বছর সেটির অবস্থা ভালো থাকলেও এরপর থেকে এটি খারাপ ছেলেদের আড্ডার ও নেশাখোরদের একটি নিরাপদ স্থান হিসেবে ব্যবহার হচ্ছে। বর্তমানে এই ভবনটির নেই কোন দরজা-জানালা এবং হলরুমের নেই কোনো চাল। বাহির থেকে দেখলে মনে হবে কোন পরিত্যক্ত গুদাম ঘর । আর কাছে গেলে মনে হবে যেন পাবলিক টয়লেট।

স্থানীয় শিক্ষক শহীদুল্লা বলেন, এটা আমাদের লজ্জার কথা, এটি তৈরি করা হয় ১৯৮৯ সালে। এরপর পাঁচ/ছয় বছর তা ঠিক ছিল এরপর থেকে এটি খারাপ ছেলেদের আড্ডার ও নেশার স্থান হিসেবে ব্যবহার হচ্ছে । এভাবে স্থানীয় অনেকের সাথে কথা হয়, তারা দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু জানান, এ ভবনটিকে পরিত্যক্ত হিসেবে ঘোষণার জন্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং এ ভবনটির স্থলে নতুনভাবে আরো একটি অডিটরিয়াম নির্মাণের পরিকল্পনা আছে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৪   ৪৮১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ