প্যারিসের রাস্তায় বাঘ !

Home Page » আজকের সকল পত্রিকা » প্যারিসের রাস্তায় বাঘ !
শনিবার, ২৫ নভেম্বর ২০১৭



সার্কাসের খাঁচা থেকে বেরিয়ে প্যারিসের রাস্তায় চলে আসে বাঘটি। পরে তাঁকে গুলি করে মেরে ফেলা হয়। ছবি: এএফপি।

বঙ্গ-নিউজঃ  ধরুন, স্বপ্নের আইফেল টাওয়ার দেখতে গেছেন। হঠাৎ লক্ষ করলেন, একটি বাঘ আপনার দিকে তাকিয়ে রয়েছে অথবা রাস্তায় ঘোরাঘুরি করছে। কেমন হবে? অনেকটা এ রকমই ঘটেছে ফ্রান্সের প্যারিসের ফিফটিন ডিসট্রিক্টে। জায়গাটি আইফেল টাওয়ারের দক্ষিণে।

গতকাল শুক্রবার খাঁচা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে একটি বাঘ। অবশ্য কারও কোনো ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়।

বাঘটির মালিক বোরমান সার্কাস নামের একটি প্রতিষ্ঠান। মাত্র কয়েক দিন আগেই প্যারিসে এসেছে প্রতিষ্ঠানটি। আগামী ৩ ডিসেম্বর থেকে তাদের প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে। এমন অবস্থায় গতকাল সার্কাসের খাঁচা থেকে বেরিয়ে যায় ২০০ কেজি ওজনের বাঘটি। এরপর প্যারিসের রাস্তায় ঘোরাঘুরি শুরু করে সে। আইফেল টাওয়ারের দক্ষিণে দিকের রাস্তায় বাঘটি দেখে জরুরি বিভাগে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে কারও কোনো ক্ষতি করতে পারেনি বাঘটি। সার্কাসের লোকজনই শটগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা ছিল সত্যিই বিশাল একটি বাঘ। আমরা দুই-তিনটি গুলির শব্দ শুনলাম। এরপর দেখতে পেলাম, পুলিশ একটি ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে।’

পরে পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, ‘বাঘটি ছুটে গিয়েছিল, কিন্তু বিপদ কেটে গেছে।’

কীভাবে বাঘটি খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল, তা এখনো জানা যায়নি। পুরো ঘটনাটির তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সার্কাস মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি অনলাইন।

বাংলাদেশ সময়: ১৫:২০:০৪   ৫১৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ