শেষ বেলায় কংগ্রেসের মুখে হাসি ফোটাল গুজরাটের প্যাটেলরা

Home Page » আজকের সকল পত্রিকা » শেষ বেলায় কংগ্রেসের মুখে হাসি ফোটাল গুজরাটের প্যাটেলরা
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  শেষ বেলায় কংগ্রেসের মুখে হাসি ফোটাল গুজরাটের প্যাটেলরা। আগামী মাসে বিধানসভা ভোটে রাজ্যের প্যাটেল বা পাতিদারদের সবচেয়ে বড় সংগঠন ‘পাতিদার অনামত আন্দোলন সমিতি’ বা ‘পাস’ কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিল। এর ফলে শাসক বিজেপিকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে।

পাতিদারদের নেতা হার্দিক প্যাটেল গতকাল আহমেদাবাদে এই খবর জানিয়ে বলেন, বিশ্বাসঘাতকতার জন্য এবারের নির্বাচনে তাঁরা বিজেপিকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির বিরোধিতার অর্থ প্রকারান্তরে কংগ্রেসকে সমর্থন করা। হার্দিক প্যাটেল অবশ্য স্পষ্ট করে জানিয়ে দেন, আগামী দুই-আড়াই বছর তাঁরা কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের ভোট ১৪ শতাংশ। এত বছর ধরে প্যাটেলরা বিজেপিকে নিঃশর্ত সমর্থন জুগিয়ে এসেছে। এই সম্প্রদায় অগ্রসর, অধিকাংশই জমির মালিক। ‘পাতিদার’-এর অর্থও হলো জমিদার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তাঁদের প্রতিনিধিত্ব খুবই কম। অনগ্রসর, অতি অনগ্রসর অথবা তফসিলি জাতি কিংবা উপজাতি না হয়েও সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের দাবিতে দুই বছর ধরে তাঁরা প্রবল আন্দোলন চালিয়ে আসছেন। সেই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়নি রাজ্য বিজেপি। কংগ্রেস অবশেষে সেই সহানুভূতি জানানোয় নির্বাচনে তাদের সমর্থনের সিদ্ধান্ত।

কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখানেই। ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কোনো রাজ্যেই সব শ্রেণির সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হতে পারবে না। গুজরাটেও সংরক্ষণের হার ৪৯ শতাংশ। এর বাইরে কীভাবে পাতিদারদের জন্য পৃথক সংরক্ষণ সম্ভব, সেই বিষয়ে কংগ্রেস বা ‘পাস’ নেতৃত্ব স্পষ্ট করে কিছু জানাননি।

প্যাটেল ভোট কাছে টানতে বিজেপি অবশ্য চেষ্টার ত্রুটি রাখছে না। ১৮২ আসনের বিধানসভায় প্রথম দফার যে ভোট হবে ৯ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ৭:৩৯:৪৫   ৫০০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ