অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেলেন বাংলাদেশি দুই ক্রিকেটার রুমানা ও খাদিজা

Home Page » ক্রিকেট » অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেলেন বাংলাদেশি দুই ক্রিকেটার রুমানা ও খাদিজা
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭



বিগ ব্যাশে ডাক পেলেন দুই বাংলাদেশিসামিউল বঙ্গনিউজঃ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আসর বিগ ব্যাশে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ ও অফস্পিনার খাদিজাতুল কুবরা।  রুমানা খেলবেন ব্রিসবেন হিটের হয়ে আর খাদিজাতুল কুবরা খেলবেন মেলবোর্ন স্টারসে। ৯ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের বিগ ব্যাশের তৃতীয় আসর, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।  তবে রুমানা ও খাদিজা শুরু থেকেই থাকতে না পারায় যোগ দেবেন টুর্নামেন্টের মাঝপথে।  টুনামেন্টে অংশ নিতে রুমানা দেশ ছাড়বেন ১০ জানুয়ারি আর খাদিজা রওনা হবেন ১৬ জানুয়ারি।

বিগ ব্যাশে ডাক পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক রুমানা ইসলাম। ব্যাটার ও বোলার- উভয় পরিচয় বহন করা ক্রিকেটার বলেন,‘এটা মেয়েদের ক্রিকেটের জন্য অনেক বড় আসর। স্বপ্নই ছিল বিগ ব্যাশে খেলব। অনেক আশাবাদী ছিলাম, আমাদের দেশের মেয়েরা উন্নতি করেছে। আমরা খুব আনন্দিত যে প্রথম নারী হিসেবে আমরা খেলব।’

বিগ ব্যাশে অংশ নেওয়াকে তিনি দেখছেন উন্নতির বড় এক সুযোগ হিসেবে। তিনি বলেন,‘বিগ ব্যাশ আমাদের স্কিলের উন্নতিতে অনেক বড় ভূমিকা রাখবে। আমরা বিগ ব্যাশ সম্পর্কে জানি এটা অনেক বড় আসর। এখানে অনেক বড় বড় ক্রিকেটাররা থাকে। তাদের মধ্যে থেকে খেলবো, মোকাবেলা করবো-এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’

২৫ বছর বয়সী রুমানা আহমেদকে বাংলাদেশের অন্যতম সেরা নারী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। নারী জাতীয় দলের জার্সি গায়ে তিনি খেলেছেন ৩০টি ওয়ানডে ও ৩৪টি টি-২০ ম্যাচ। অন্যদিকে ২২ বছর বয়সী তরুণী খাদিজা তুল কোবরা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৬টি ওয়ানডে ও ২৩টি টি-২০। তিনি মূলত একজন বোলার।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১৫   ২২৬৬ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ