“আমলা ডোবালেন পাকিস্তানকে”

Home Page » খেলা » “আমলা ডোবালেন পাকিস্তানকে”
মঙ্গলবার, ১১ জুন ২০১৩



amla20130610155554.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  আবারও জয়ের নায়ক হাশিম আমলা। এবার চ্যাম্পিয়ান্স ট্রফিতে আমলার ব্যাটের উপর ভর করেই পাকিস্তানকে ৬৭ রানে হারাল দ. আফ্রিকা।টসে জিতে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩৪ রানে অলআউট হয় দ. আফ্রিকা। পাকিস্তানের পেস আক্রমণ সামলে ৫৩ রানের জুটি গড়েন আমলা-ইনগ্রাম। জুটি ভাঙে হাফিজের স্পিনে। এরপর নিজের স্বভাবসুলভ ভঙ্গিমায় এগিয়ে যান হাশিম আমলা। ৭ রানে উমর আমিনকে ক্যাচ দিয়েও বেঁচে যান। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারে সাঈদ আজমলকে রিভার্স সুইপ করতে গিয়ে হাফিজের দারুণ এক ক্যাচ হয়ে শেষ হয় আমলার ৮১ রানের ইনিংস।

ডি ভিলিয়ার্স-ডুমিনিরা ধরে রেখেছিলেন রানের গতি। কিন্তু মাঝ উইকেটে পিছলে পড়ে ডি ভিলিয়ার্স মিসবাহর সরাসরি থ্রোতে ডুমিনি রানআউট হওয়ার পর থমকে যায় গতি। পাকিস্তানের দারুণ বোলিং-ফিল্ডিংয়ে শেষ ১০ ওভারে প্রোটিয়ারা তুলতে পারে মাত্র ৫১ রান!

আফ্রিকার পক্ষে ডু প্লেসিস ২৮, এবি ডি ভিলার্স ৩১ ও জেপি ডুমিনি করেন ৩৪ রান।

ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের সাফল্য ধরে রাখতে পারেনি ব্যাটসম্যানরা। অধিনায়ক মিসবাহ-উল হকের ৫৫ এবং ওপেনার নাসির জামশেদের ৪২ রানের ইনিংস ছাড়া আর বড় কোন স্কোর কেউই গড়তে পারেনি।

শেষ ১০ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৯৪ রান। হাতে ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার দিকে হেলে পড়া ম্যাচে তখন পাকিস্তানের আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন অধিনায়ক মিসবাহ-উল হক। কিন্তু ৪২তম ওভারে ৭৫ বলে ৫৫ রান করা মিসবাহও বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত পাকিস্তানকে ১৬৭ রানে অলআউট করে ৬৭ রানে জিতেছে এবি ডি ভিলিয়ার্সের দল।

বাংলাদেশ সময়: ৮:৪০:৪৬   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ