বিশ্ব কবি লেখক ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক মনোনিত হলেন কবি জীবন কৃষ্ণ সরকার

Home Page » বিবিধ » বিশ্ব কবি লেখক ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক মনোনিত হলেন কবি জীবন কৃষ্ণ সরকার
সোমবার, ২০ নভেম্বর ২০১৭



জীবন কৃষ্ণ সরকার।

আল-আমিন আহমেদ সালমান বঙ্গ নিউজঃ গত ১৫ নভেম্বর বুধবার বিশ্ব কবি লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।এতে কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাওর পারের কৃতি সন্তান,হাওরকবি খ্যাত কবি জীবন কৃষ্ণ সরকার। এ সময় তিনি এই ক্ষুদ্র অর্জনকে তাঁর বন্ধু বান্ধব,শুভাকাঙ্খীবৃন্দের প্রেরণার ফল হিসেবে উল্লেখ করেন।জানা যায় গত তিনমাস নিরলস পরিশ্রমের মাধ্যমে কবি সবুজ ভূঁইয়া “বিশ্ব কবি লেখক ফোরাম” নামক ফেইসবুক গ্রুপের মাধ্যমে দেশে -বিদেশে যোগাযোগের মাধ্যমে সার্বিক সমন্বয়ের মাধ্যমে “আপনার লেখা ছড়িয়ে পড়ুক বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে আজ ঘোষণা করেন এর পূর্ণাঙ্গ কমিটি।সভাপতি নির্বাচিত হয়েছেন কবি সবুজ ভূঁইয়া,সাধরণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি হারেজ উদ্দিন হিরো। পূর্ণাঙ্গ কমিটি নিম্নে প্রদত্ত হলো-

(১)
বিশ্ব কবি লেখক ফোরাম
কেন্দ্রীয় কমিটি।
সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ
জিন্নাহ চৌধুরী
কবি ও শিশু সাহিত্যিক
মহা পরিচালক
চট্টগ্রাম একাডেমি।
ড:ফরিদা ইয়াসমিন সুমি
কবি ও আবৃত্তিকার এবং
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (গাইনী)
চট্টগ্রাম মেডিকেল কলেজ।
আ.ম.ফ.মোদাচ্ছের আলী
কবি ও শিশু সাহিত্যিক।
দিলরুবা খানম
উপস্থাপক(বেতার টিভি মঞ্চ)
লেখক,নাট্য-আবৃত্তিশিল্পী।
মোহাম্মদ নূরুন্নবী
কবি ও রেডিও বাংলার
নির্বাচিত গীতিকার
ওয়ারেন্সবার্গ নিউইয়র্ক।
শ্রী নরেন্দ্রনাথ রায়
তেলও প্রাকৃতিক গ্যাস অয়োগ
ডেপুটি ম্যানেজার
(ভান্ডার পরিকল্পনা)
আহমেদাবাদ শহর,
গুজরাট ভারত।
ইসমাইল মানিক
কবি গীতিকার সুরকার
সাহিত্যিক ও সংগঠক।
দৌলত মিজান
কবি গীতিকার নাট্যকার
সংগঠক ও আবৃত্তিশিল্পী।
এ বি এম সোহেল রশীদ
কবি সাহিত্যিক সংগঠক
অভিনেতা ও আবৃত্তিশিল্পী।
টিপু রহমান
কবি সাহিত্যিক ও সংগঠক।
ইলিয়াছ হোসেন
কবি গীতিকার আবৃত্তিকার
সাহিত্যিক ও সংগঠক।
বুলবুল চৌধুরী
কবি সাহিত্যিক ও সংগঠক।
শাহানা রশীদ শানু
কবি সাহিত্যিক
সংগঠক ও কারুশিল্পী।

কার্যনির্বাহী কমিটির
সদস্যবৃন্দঃ
মোঃসবুজ ভূঁইয়া
এম এ মতিন
এম আব্দুল গফুর
জামান শিকদার
নিলুফা ইয়াছমিন জয়িতা
হারেজ উদ্দিন হিরো
জহিরুল ইসলাম
মনিরুজ্জামান বাদল
ইবনে মিজান
সাহিদ রহমান
টুটুল কান্তি দেব
কমিটির সদস্যবৃন্দঃ
সভাপতিঃ
মোঃসবুজ ভূঁইয়া
নির্বাহী সভাপতিঃ
এম এ মতিন
নির্বাহী সভাপতিঃ
জহিরুল ইসলাম
সিনিয়র সহ-সভাপতিঃ
গাজী আব্দুল আউয়াল সবুজ
সিনিয়র সহ-সভাপতিঃ
নিলুফা ইয়াছমিন জয়িতা
সিনিয়র সহ-সভাপতিঃ
জামান শিকদার
সিনিয়র সহ-সভাপতিঃ
তুহিনা সুলতানা
সিনিয়র সহ-সভাপতিঃ
মামুন সুলতান
সিনিয়র সহ-সভাপতিঃ
আনিকা বৃষ্টি
সহ-সভাপতিঃ
সাজ্জাত হোসেন
সহ-সভাপতিঃ
লিনা রহমান
সহ-সভাপতিঃ
মোঃসিদ্দিকুর রহমান
সহ-সভাপতিঃ
ফারহানা মিনি
সহ-সভাপতিঃ
শেখ ইকবাল
সহ-সভাপতিঃ
তাসলিমা রফিক
সাধারণ সম্পাদকঃ
হারেজ উদ্দিন হিরো
সহ-সাধারণ সম্পাদকঃ
মনিরুজ্জামান বাদল
সাংগঠনিক সম্পাদকঃ
লেখক মোঃশিমুল হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদকঃ
মোঃআল আমিন
যুগ্ম সম্পাদকঃ
এম আব্দুল গফুর
সহ-যুগ্ন সম্পাদকঃ
মতিয়ার রহমান
দপ্তর সম্পাদকঃ
সাহিদ রহমান
সহ-দপ্তর সম্পাদকঃ
এ বি এম আলমগীর হোসেন
অর্থ সম্পাদকঃ
ইবনে মিজান
সহ-অর্থ সম্পাদকঃ
মো:নাজমুল ইসলাম(নাজেক)
আন্তর্জাতিক বিষয়ক সঃ
ইয়ামিন বসুনিয়া
সহ-আন্তর্জাতিক বিষয়ক সঃ
রোস্তম আলী হৃদয়
প্রচার সম্পাদকঃ
টুটুল কান্তি দে
সহ-প্রচার সম্পাদকঃ
মোহাম্মদ হামিদুল ইসলাম
সম্পাদনা ও প্রকাশনা সঃ
মোঃ হুমায়ুন কবীর চৌধুরী
সহ-সম্পদনা ও প্রকাশনা সঃ
মিন্টু কান্তি দাশ
সাহিত্য সম্পাদকঃ
সহ-সাহিত্য সম্পাদকঃ
মোঃনূরনবী রাছেল মিয়া
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ
আসমা দেব যানি
সহ-সাংস্কৃতিক বিষয়ক সঃ
মোঃএনামুল হক
মানবাধিকার সম্পাদকঃ
জীবন কৃষ্ণ সরকার
সহ-মানবাধিকার সম্পাদকঃ
হাওলাদার মোহাম্মদ সিরাজ
ধর্ম বিষয়ক সম্পাদকঃ
মোহাম্মদ মোফাজ্জুল ইসলাম
সহ-ধর্ম বিষয়ক সম্পাদকঃ
ইউসুফ আউলিয়া

এক প্রশ্নের জবাবে কবি সবুজ ভূঁইয়া বলেন-”মানুষ চাইলে যে কিছু করতে পারে এটা তারই প্রমাণ মাত্র এর বেশি কিছু নয়।যাহোক আমি সকলের সহযোগিতাক্রমে এই সংগঠনের মাধ্যমে সকলের লেখাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।
এসময় আটটি বিভাগীয় কমিটি সহ মোট ১০ টি কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৯   ৮৯৬ বার পঠিত   #  #  #  #  #  #




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ