বাবার সম্মানে গাইবেন হাবিব

Home Page » বিনোদন » বাবার সম্মানে গাইবেন হাবিব
বুধবার, ১৫ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ বাবা ফেরদৌস ওয়াহিদের সম্মানে গান গাইবেন ছেলে জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। ১৭ নভেম্বর ঢাকার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাই শুধু বাবা-ছেলের গান সামনাসামনি বসে উপভোগ করতে পারবেন। সিটি ব্যাংক আয়োজিত ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে গাইবেন তাঁরা দুজন।

বাংলাদেশের গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে এবার সম্মাননা জানাতে যাচ্ছে সিটিব্যাংক এনএ বাংলাদেশ। সংগীতে অসামান্য অবদানের জন্য তাঁকে এই সম্মাননা জানানো হচ্ছে। ১৭ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গুণী এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে সেদিন সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদের সম্মানে বাবার গাওয়া নিজের প্রিয় একটি গান গাইবেন ছেলে হাবিব ওয়াহিদ।

৪২ বছর ধরে গান গাইছেন ফেরদৌস ওয়াহিদ। এই দীর্ঘ পথচলায় বড় ধরনের কোনো স্বীকৃতি না পাওয়ায় নিজের মধ্যে একধরনের ‘ছায়া দুঃখবোধ’ কাজ করেছে বলে অভিমত এই শিল্পীর। তাই সিটি ব্যাংক এনএ বাংলাদেশ থেকে পেতে যাওয়া এই সম্মাননা নিয়ে ভীষণভাবে খুশি ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘আমার সংগীতজীবনে প্রথম বড় কোনো স্বীকৃতি। আমি খুবই আনন্দিত। আমার এই আনন্দের দিনে ছেলে হাবিব গান গাইবে।’

কোন গানটি গাইবেন জানতে চাইলে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমার গাওয়া গানগুলোর মধ্যে হাবিবের সবচেয়ে প্রিয় “আগে যদি জানতাম”। তাই বাবার সংবর্ধনা অনুষ্ঠানে হাবিব গানটি গাইবে বলে ঠিক করেছে। আশা করছি, বাবা-ছেলের এক মঞ্চে গাওয়ার ব্যাপারটা বেশ উপভোগ্য হবে।’

এদিকে বাবার সংবর্ধনা অনুষ্ঠানে গান গাওয়ার অনুভূতি জানতে হাবিব ওয়াহিদকে ফোন করে আর খুদে বার্তা পাঠিয়েও কথা বলা সম্ভব হয়নি।

সিটিব্যাংক এনএ বাংলাদেশের আয়োজনে ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানের এটি ১৪তম আসর। ২০০৪ সালে নীলুফার ইয়াসমীনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে এটি প্রবর্তিত হয়। গত বছর এ সম্মাননা জানানো হয় রুনা লায়লাকে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৬   ১০৬১ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ