সম্পর্ক ভাঙার কারণ হতে পারে ফেসবুক ?

Home Page » এক্সক্লুসিভ » সম্পর্ক ভাঙার কারণ হতে পারে ফেসবুক ?
সোমবার, ১০ জুন ২০১৩



facebook-300x200.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বর্তমানে আমাদের জীবনে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর গুরুত্ব অনেক। তবে, সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলোই মাঝেমাঝেই হতে পারে সম্পর্ক ভাঙার কারণ। সম্প্রতি একটি গবেষণায় থেকে জানা যায় এমন তথ্য।গবেষণাটি পরিচালনা করেন আমেরিকার ইউনিভার্সিটি অব মিসৌরির ড. রাসেল ক্লেটন।

গবেষকদের মতে, মানুষের মধ্যে ঈর্ষা বৃদ্ধি করে ফেসবুক। এমনকি ফেসবুক সব বয়সী দম্পতিদের মধ্যেই সম্পর্কের জটিলতা তৈরি করে পারে বলে দেখা গেছে ওই গবেষণায়।

গবেষণায় আরও দেখা গেছে, ফেসবুক ব্যবহারের ফলে মানসিক ও শারীরিক থেকে শুরু করে প্রেম ও বিয়ের সম্পর্কও ভেঙে যেতে পারে।

গবেষকরা জানান, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অতিমাত্রায় ব্যবহারের কারণে অনেকেই ঈর্ষার বশবর্তী হয়ে শুধু তাদের জীবনসঙ্গীর কর্মকাণ্ডের ওপর নজর রাখে। আবার অনেকে যোগাযোগ করে পুরনো সঙ্গীর সঙ্গে।

গবেষক দলের প্রধান ড. ক্লেটন বলেন, গবেষণায় আমরা দেখতে পাই, যারা বেশি সময় ধরে ফেসবুক ব্যবহার করে তারা সঙ্গীর ফেসবুক কর্মকাণ্ডের ওপর বেশি নজর রাখার সুযোগ পায়। এর একপর্যায়ে সৃষ্টি হয় ঈর্ষার।

তিনি আরও বলেন, এছাড়া অতিরিক্ত ফেসবুক ব্যবহার কখনো কখনো সাহায্য করে আগের সঙ্গীর সঙ্গে যোগাযোগ তৈরিতে।

গবেষণাটিতে আরও জানা যায়, যাদের সম্পর্কের বয়স তিন বছর বা তার কম তাদের জন্য ফেসবুক হুমকিস্বরূপ।

অপরদিকে, যাদের সম্পর্কের বয়স তিন বছরের বেশি এবং যারা খুব একটা ফেসবুক ব্যবহার করেন না, তারা এই ঝুঁকির আওতামুক্ত।

তবে, বিশ্বায়নের এই যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের কিছু ক্ষতিকর দিক থাকলেও এর রয়েছে অসংখ্য উপকারিতা। তাই ফেসবুক ব্যবহার সম্পর্কে সচেতন হলে অনেক বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব।

বাংলাদেশ সময়: ২১:২৩:৫১   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ