‘পরিচালক আমার বুকের দিকে তাকিয়ে ছিলেন’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘পরিচালক আমার বুকের দিকে তাকিয়ে ছিলেন’
রবিবার, ১২ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের যৌন কুকীর্তি প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন সিনে ইন্ডাস্ট্রির মুখোশ খুলে পড়ছে। এই তালিকায় পিছিয়ে নেই বলিউডও। সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন বিদ্যা বালান।

নিজের যৌন হেনস্তার প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, এমন পরিস্থিতির শিকার তাকেও হতে হয়েছিল। সে সময় সিনেমা জগতে কেবল পা রেখেছেন। বাবাকে সঙ্গে নিয়ে একটা অডিশনে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন, এক পরিচালক একটানা তার বুকের দিকে তাকিয়ে আছেন। স্বাভাবিকভাবেই এটা একজন মেয়ের কাছে চরম অস্বস্তিকর।

কিন্তু বিদ্যা চুপ করে থাকেননি। মুখের উপর জানতে চেয়েছিলেন, কী দেখছেন? তাতেই হকচকিয়ে যান ওই পরিচালক। এটা শুনে সিনেমা জগত সম্পর্কে নেতিবাচক ধারণার কারণে ভেঙে পড়তে পারেন ভেবে, সেদিন বাবাকে কিছুই জানাননি বিদ্যা। কিন্তু সেই ঘটনা আজও ভোলেননি এই গুণী নায়িকা।

এর আগে বলিউডের একাধিক অভিনেত্রী যখন যৌন হেনস্তা নিয়ে সরব হয়ে উঠেছিলেন, তখন বিদ্যা বলেছিলেন, এটা অনেকখানি নারীদের ওপর নির্ভর করে। এক সাক্ষাৎকারে বিষয়টি খোলসা করে বিদ্যা জানান, নারীদের দোষ দিচ্ছেন না তিনি। কিন্তু এরকম ঘটনা ঘটলে কেউ যেন চুপ করে না থেকে প্রতিবাদ করেন- সে কথাই বলতে চেয়েছেন তিনি। এবার নিজের ঘটনার উদাহরণ টেনে বিদ্যা বুঝিয়ে দিলেন, এমন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়।

তিনি জানান, প্রতিটা ইন্ডাস্ট্রিতেই হার্ভে ওয়েনস্টাইনের মতো লোকজন আছেন। প্রত্যেক নারীরই সিক্সথ সেন্স আছে। তারা ঠিকই বুঝতে পারেন, কোনটা খারাপ ইঙ্গিত আর কোনটা নয়।

বিদ্যার কথা হলো রুটি-রুজির জন্য তিনি নিজের মর্যাদা খোয়াতে পারবেন না। কিন্তু কোনো নারী যখন কারও সঙ্গে কফি খেতে যাচ্ছেন, তখন নিশ্চয়ই তিনি চাইছেন বলেই যাচ্ছেন। এখন সেটা ভাল না খারাপ তা নিশ্চয়ই ওই নারী অনুভূতি দিয়ে বুঝতে পারেন। তিনি কমপ্রোমাইজ করবেন কি করবেন না সেটা একান্তই তার ব্যাপার। কিন্তু অস্বস্তি বোধ হলে গোড়াতেই রুখে দাঁড়ালে বা তা এড়িয়ে গেলে হেনস্তা হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪২   ৬০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ