কবিগুরুর সেই বাড়িটি কিনতে চায় পশ্চিমবঙ্গ সরকার

Home Page » আজকের সকল পত্রিকা » কবিগুরুর সেই বাড়িটি কিনতে চায় পশ্চিমবঙ্গ সরকার
রবিবার, ১২ নভেম্বর ২০১৭



রবীন্দ্র স্মৃতিবিজড়িত লন্ডনের সেই বাড়িটির নামফলক। ছবি: সংগৃহীত

বঙ্গ-নিউজঃ  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১২ সালে লন্ডন গিয়েছিলেন। তখন তিনি যে বাড়িতে অবস্থান করছিলেন, সেই বাড়িতে বসেই কবিগুরু ‘গীতাঞ্জলি’ কাব্যের একাধিক কবিতার ইংরেজি অনুবাদ করেছিলেন। পরবর্তী সময়ে এই ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কবিগুরু। সেই বাড়িটি আজও রয়েছে লন্ডনের হ্যাম্পস্টিডে। সেই বাড়িটি এবার কেনার জন্য লন্ডনে আগ্রহ দেখালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এখন লন্ডনে। গতকাল শনিবার তিনি লন্ডনে যান। সেখানে আজ রোববার সিস্টার নিবেদিতার স্মৃতিধন্য বাড়িটিকে ব্রিটিশ সরকার ঐতিহ্য বাড়ি হিসেবে ঘোষণা করবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি লন্ডনে গেছেন।
গতকাল রাতে লন্ডনের জেমস কোর্ট হোটেলে মমতার সঙ্গে দেখা করতে আসেন লন্ডনে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার দীনেশ পট্টনায়েক। এ সময় মমতা দীনেশ পট্টনায়েকের কাছে বলেন, পশ্চিমবঙ্গ চাইছে কবিগুরু স্মৃতিধন্য ওই বাড়িটি কিনতে। ওই বাড়িটি কিনতে পারলে তিনি সেখানে রবীন্দ্রচর্চা কেন্দ্র ও একটি জাদুঘর তৈরি করবেন। এ ব্যাপারে মমতা ভারতীয় হাইকমিশনারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধও জানান।
পরে মমতা এদিন রাতে দেশি-বিদেশি সাংবাদিকদের বলেছেন, ‘কবিগুরু আমাদের গর্ব। এই বাড়িতেই কবিগুরু “গীতাঞ্জলি”র একাধিক কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন।’ দুই বছর আগেও মুখ্যমন্ত্রী লন্ডনে এসে এই হ্যাম্পস্টিডের বাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০৭:০৩   ৯৭০ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ