বিনোদন রিপোর্টার ওমর সানি বঙ্গ-নিউজঃ আসিফ আকবর এক উপকারী নেশার নাম। যেই নেশায় আসক্ত হলে আর বের হওয়া যায়না। বাংলাদেশের ৬৪ জেলাশহ সারা পৃথিবীর বিভিন্ন যায়গায় ছড়িয়ে আছে লক্ষ-কোটি আসিফিয়ান। যাদের বিনোদনের নেশার একমাত্র নামই যুবরাজ আসিফ আকবর।সারা পৃথিবী যেন এখন ভক্তদের ভালবাসার তাগিদে আসিফময়। এক এক জন আসিফিয়ানের কাছে আসিফ আকবর যেন একটা ভালবাসার পৃথিবী।
এবার আসি একজন ক্রেজী আসিফিয়ানের ক্রেজীময় কিছু তথ্য জানতে>>> আর জে রায়হান আসিফ ভাই আমরা জানি আপনি একজন ক্রেজী আসিফিয়ান। আসিফ আকবরের প্রেমে পড়ার গল্পগুলো শেয়ার করুন।
>>>আসিফ ভাইয়ার গান শুনা
ও-প্রিয়া তুমি কোথায় থেকেই ২০০১ সাল থেকেএখনো ও মনে আছে আতিক হাসানের “মাধুবী কি ছিলো ভূল” সালমান খানের হ্যালো ব্রাদারের তেরে চুনারিয়া।
প্রয়াত সালমান শাহ’র স্মৃতি নিয়ে শাবনূরের একক কিছু গান।হিন্দি টারজান ছবির আলোচিত কিছু গানের ভিড়ে নতুন একটা ক্যাসেটের নাম ও প্রিয়া তুমি কোথায়!.ও
প্রিয়া তুমি কোথায় থেকেই…
আমার একজন ফুফাতো ভাই ছিলো। ওনি প্রায় 10/12 টা ক্যাসেট কিনে নিয়ে এসেছিল…
সেখানেই আসিফ নামে কাউকে আমি খুজেঁ পাই. ওনার কন্ঠস্বর আমার পাগল করে দিয়েছে. ও প্রিয়া তুমি কোথায় দিনে রাতে সারাক্ষণ শুনতাম আর আসিফ ভাইয়ার মতো করে গাওয়ার চেষ্টা করতাম.. (হাহাহা)
তখন ক্লাস মাত্র দ্বিতীয় শ্রেণী সেই কথা আজও মনে আছে আমি নিজেই অবাক আমি আমার মেধার পরিচর্যা করতে পারিনি.আসিফ ভাইয়াকে অনেক ভালোবাসি। ছোট্ট একটা প্রমাণ আছে।
সালটা ২০০৩ হবে আসিফ ভাইয়া,রিজিয়া পারভীন,জেমস. সহ কিছু শিল্পী আমাদের থানায় এসেছিল. তখন আমি অনেক ছোট. আসিফ ভাইয়াকে দেখার জন্য ২৫-৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলাম। যাওয়ার পর দেখি আসিফ ভাইয়া আমার ২ কিলোমিটার সামনে।আমি শুধু ওনার গান শুনতেছি মুখ দেখতেছি না।জীবনে অনেক বড় বড় কনসার্ট দেখেছি।আমার দেখা সেই কনসার্ট সবচেয়ে বড় ছিলো।কমপক্ষে ৩ লক্ষ মানুষ হয়েছিলো।আসিফ ভাইয়ার জন্য চিন্তা বলতে গেলে অনেক কিছু আছে। আসিফ ভাইয়ার খুব কাছে যাওয়ার সৌভাগ্য হবে কি না জানি না। তবে গীতিকার নীহার আহমেদ ভাইয়া আমার আদর্শ।গীতিকার জীবন মাহমুদ ভাইয়া আমার প্রেরণা।আর “জনি হামিদ “ভাইয়া আমার কলিজার বড় ভাইয়া।
এই তিন ব্যক্তির কাছ থেকে যা ভালোবাসা পেয়েছি,সত্যিই বলার মতো ভাষা নেই।
গীতিকার নীহার আহমেদ ভাইয়ার জন্য আজ অনেক আসিফিয়ানদের সাথে আমার পরিচয় হয়েছে।বাংলাদেশের উচুমানের গীতিকার সুরকার কম্পোজার অনেকের সাথে পরিচয় ও ফোন আলাপ হয়েছে।
>>”শুনেছি শুভেচ্ছা অবিরাম শিরোনামের গানটি আপনার অবদানে গড়া।এ প্রসংঙ্গে কিছু বলুন..”শুভেচ্ছা অবিরাম”
আমার অনেক ইচ্ছে ছিলো আসিফ ভাইয়ার জন্য ব্যতিক্রম কিছু একটা করার।যা বাংলাদেশের কেউ কখনো কারো জন্য করেনি।
আমি যে খুব বেশি কিছু করেছি তা বলছি না। কিন্তু আমার চিন্তাধারা ছিলো ওনাকে সম্মান জানানো।
তারপর গীতিকার নীহার আহমেদ ভাইয়া ও জীবন মাহমুদ ভাইয়ার সাহায্য নিয়ে শুভেচ্ছা অবিরাম গানটা ওনার জন্মদিনে উপহার হিসেবে দেই।
খুব শীঘ্রই আসিফ ভাইয়ার জন্য আরো দুইটা গান আসবে ইনশাআল্লাহ।
একটা গান আসিফ ভাইয়া নিজে কন্ঠ দিবেন. আর আরেকটা গানে কন্ঠ দিবেন কিছু সেরা আসিফিয়ান…..
বাকিটুকু সারপ্রাইজ থাকুক। কারণ সারপ্রাইজ আমার অনেক প্রিয় কিছু।আমার অনেক ইচ্ছে, কিছু আসিফিয়ানদের নিয়ে একটা ভালো কাজ করার।তাই আসিফিয়ান হিসেবে ৩/৪ জন থাকতে পারে।সেইটা এখনও নিশ্চিত নয়। তবে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা কাজ হবে। এবং একজন শিল্পী সেরা সম্মান পাবে ভক্তদের কাছ থেকে।
>>আসিফ আকবরকে সামনাসামনি পেলে আপনার অনূভূতিটা কেমন হতে পারে??–
হাহাহাহাহা
আগে ১০ মিনিট হাসবো কারণ তখন তো পাগল থাকবো।তবে আসিফ ভাইয়ার সাথে দেখা করাটা আমার চ্যালেন্জ।এইটাও হবে কোন ভক্তের সেরা পাগলামী।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৬ ১০৭০ বার পঠিত