প্রশাসনিক পদে রদবদলের দাবি জানিয়ে জাবির উপাচার্যকে বেনামি চিঠি

Home Page » আজকের সকল পত্রিকা » প্রশাসনিক পদে রদবদলের দাবি জানিয়ে জাবির উপাচার্যকে বেনামি চিঠি
শনিবার, ১১ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

 

বঙ্গ-নিউজঃ প্রশাসনিক পদে রদবদলের দাবি জানিয়ে বেনামি চিঠির মাধ্যমে কে বা কারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে হুমকি দিয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

রেজিস্ট্রার জানান, গত বুধবার উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেন এই বেনামি চিঠি পান। এর পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় জিডি করা হয়।

এ ব্যাপারে উপাচার্য ফারজানা ইসলাম জানান, আজ সকালেই চিঠিটি হাতে পেয়েছেন। সেখানে লেখা, আপনার (উপাচার্য) কার্যক্রম মোটেই সুবিধার হচ্ছে না। আপনার কার্যক্রমে আমাদের সংগঠন খুশি না। এই পরিস্থিতিতে যদি ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে প্রশাসনিক পদগুলো ঢেলে না সাজান, তবে নতুন প্রশাসনিক ভবন ধ্বংস করা হবে। পুরো প্রশাসনিক ভবন আমাদের নজরে রয়েছে। আপনার অগোচরেই এই কাজটি করা হয়েছে।

প্রাথমিকভাবে কাউকে সন্দেহ করছেন কি না. জানতে চাইলে উপাচার্য বলেন, সামনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন। আমাদের ভেতরে বাইরে সন্দেহ করার মতো কিছু ব্যাপার আবার আছেও। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে হবে।

উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেনের ভাষ্য, দু–একদিন আগে চিঠিটি এসেছে। চিঠিটি উপাচার্যের কার্যালয়ের কর্মচারী ছমির হাতে পেয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৪৪:২৫   ৫৮৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ