বিসর্জন - মুতাকাব্বির মাসুদ

Home Page » সাহিত্য » বিসর্জন - মুতাকাব্বির মাসুদ
শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭



প্রতিকী ছবি

আমি ফুল থেকে নিসাসে নিয়েছি সৌরভ,
মধ্যরাতের নিঃসঙ্গ আঁধারে, তোমার সীদতি কাতর-সিঁদুর শুভাননে, চুম্বনে চুম্বনে এঁকেছি কত
বৃত্ত দিয়ে রিক্ত চিত্তের চিত্রকলা!
তোমার পরাবাস্তব চোখের মোমের জলে
আমার আমিকে খুঁজেছি কত!
লক্ষ্যভ্রষ্ট সন্ন্যাসী রাতের রুপোলী শরীর থেকে
কতনা দীপ্তি এনে ভাসিয়েছি তোমার
মেহেদি কোমল নৈর্ব্যক্তিক শরীরের ভাঁজ !

আসমানির চোখ থেকে সোহাগি হাওয়ায়
ঝরে পড়া বিন্দু বিন্দু কান্নার রকমারি আবির
কিংবা পুকুর ঘাটে নাইতে যাওয়া কোনো এক
ঘুমকাতুরে কৃষাণি বধূর ঘোরলাগা শরমার্ত চোখ,
সব তুলে দিয়েছি তোমার চন্দনি দেহের প্রমিত আঁচলে!

বিনিদ্র নদীর ঢেউ খেলানো নবীন জল
শূন্য করে আঁজল ভরে তুলে রেখেছি
তোমার নিখুঁত সংক্ষিপ্ত চোখে!
অবশেষে আমার কালানলে দগ্ধ বুক
শূন্য করে আমাকেই রেখে দিয়েছি
তোমার পুরাকালীন অরক্ষিত বুকের অনুদ্গত জমিনে!
তারপরও বিসর্জন কেনো ?

কখনো শুনেছো কি চোখ দিয়েছে বিসর্জন চোখ ?
কিংবা হৃদয় দিয়েছে বিসর্জন আত্মাকে ?
প্রকৃতিকে বিসর্জন দিতে নিয়াতি লিখেনি
কোথাও এমন কোনো শব্দ!
জেনে রাখো আমিও শিখিনী ‘অন্তর’ বিসর্জন দিতে!
তুমি-ই বলো কেন বিসর্জন?
কাকে বিসর্জন দেবো?

ফুল মরেছে তার সৌরভে
আমি মরেছি তোমার রূপ-রসে
তুমি কি জানো নক্ষত্র তার অন্তর্মাধুর্য
সংরক্ষণ করে নিরঙ্কুশ বেদনায়?
কেনো বুঝনা-প্রতিষ্ঠা পারেনা তার
সৃষ্টিকে বিসর্জন দিতে !
আমি কী করে পারি?

তবুও তোমার মুক্তিতে আমার আনন্দ
আমি অনাদি-অনন্ত তোমাকেই খুঁজবো
চোখের দীপ্তিতে চোখের উঠোনে
এসো মুক্তি খুঁজি চিরপ্রেমে
যাকিছু মন্দ তোমার-আমার
নিপুণ উদ্দাম বিশ্বাসে বলো
“বিসর্জন, বিসর্জন, বিসর্জন”

মুতাকাব্বির মাসুদ

বাংলাদেশ সময়: ১২:১৫:১৯   ৯৫৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ