“হীরকজয়ন্তীতে নতুন পোশাকে সুপারম্যান”

Home Page » বিনোদন » “হীরকজয়ন্তীতে নতুন পোশাকে সুপারম্যান”
সোমবার, ১০ জুন ২০১৩



superman-bg20130610080621.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ বয়স তার পঁচাত্তর। ভাগ্যিস রক্ত মাংসের মানুষ না! তা হলে এতদিনে বুড়িয়ে গিয়ে রোগ শোকে মরার দশা হওয়ার কথা। কাল্পনিক চরিত্র হওয়ার সুবাদে পৌনে একশ বছর বয়সেও সুপারম্যান আগের মতোই শক্তিশালী, অতিমানবীয়।তাই বলে বাহ্যিক অবয়ব যে খানিকটা বদলাবে না তা তো নয়! সুপারম্যানের পরিবেশক কোম্পানি ডিসি কমিকস এবার বদলে ফেলেছে সুপারম্যানের পোশাক।

এতদিন নীল বডি স্যুটের ওপর আন্ডার প্যান্ট ছিল। হীরকজয়ন্তী উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘ম্যান অব দি স্টিল’ ছবিতে সুপারম্যনের এই পোশাক থাকছে না। সুপারম্যানকে দেখা যাবে কালো শেডের নতুন পোশাকে। থাকছে না শর্টসও।

নতুন পোশাকের উপরকার ছোট লাল প্যান্টের বদলে উচ্চ প্রযুক্তিতে জল দিয়ে তৈরি করা হয়েছে নতুন কস্টিউম। কোমরের চারপাশ গাঢ় নীল রঙে আবৃত থাকবে।

ছবির পরিচালক জ্যাক স্নাইডারের মতে পোশাকের এই পরিবর্তন ‘আধুনিক সৌন্দর্যবাহী’।

তবে ছবির দুই কস্টিউম ডিজাইনার জিম একসন অথবা মিচেল উইলকিনসন কেউই পোশাকের নতুন ডিজাইন নিয়ে কোনো মন্তব্য করেননি। ধারণা করা হচ্ছে রহস্য রাখতেই তাদের এই নীরবতা।
সুপারম্যান চরিত্রটিতে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল। পরিচালনা করেছেন জ্যাক স্নাইডার। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ২২৫ মিলিয়ন ডলার।

ম্যান অব স্টিল ছবিটি ১৪ জুন মুক্তি পাবে।

১৯৩৮ সালে প্রথম কমিক বইতে সুপারম্যানের আবির্ভাব ঘটে। পরবর্তী সময়ে রেডিও, টিভি সিরিয়াল, সংবাদপত্রের কার্টুন এবং চলচ্চিত্রের মাধ্যমে ক্রমেই তুমুল জনপ্রিয়তা লাভ করে কাল্পনিক এই চরিত্রটি।

আমেরিকান লেখক জেরি সিগাল এবং জোই শাস্টার ১৯৩২ সালে সর্বপ্রথম চরিত্রটির জন্ম দেন। পরবর্তীতে ১৯৩৮ সালে এটি বিক্রি করে দেওয়া হয় ডিসি কমিকসের কাছে।

বাংলাদেশ সময়: ২০:২৫:৩০   ৬১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ