বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা-সিলেট খেলা দুপুরে

Home Page » ক্রিকেট » বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা-সিলেট খেলা দুপুরে
শনিবার, ৪ নভেম্বর ২০১৭



ফাইল ছবি। বঙ্গ-নিউজঃনতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের।সিলেটের এই ভেন্যুতে আগের চারটি আসরের কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি। তারকা সমৃদ্ধ পঞ্চম আসরের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সির্ক্সাস এবং দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে গত আসরের রানার্স-আপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বিপিএলের প্রথম চার আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল তিনটি ভেন্যুতে- ঢাকা, চট্টগ্রাম ও খুলনায়। এবার নতুন সংযোজন সিলেট ভেন্যু। তাই পঞ্চম আসরের শুরু হচ্ছে সবুজে ঘেরা নয়নাভিরাম চা-এর জন্য বিখ্যাত সিলেটে। এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়টি। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচ ছিল সেগুলো। ওই ছয়টি ম্যাচের কোনটিতেই বাংলাদেশ খেলেনি। তাই ঘরোয়া আসরের ম্যাচ খেললেও, বিপিএল দিয়ে নতুনভাবে এই ভেন্যুতে নিজেদের ব্যাট-বলের পারফরমেন্স প্রদর্শনে নামবেন মাশরাফি-সাকিব-মুশফিকুররা।

নতুন ভেন্যু নিয়ে উচ্ছ্বসিত ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘সিলেট আমার ফেভারিট ভেন্যু। এখানের স্টেডিয়ামটা দেশের বাইরের স্টেডিয়ামের মতো। এখানে বেড়ানোর মতো জায়গা ও সুন্দর সুন্দর হোটেল আছে। ভেন্যু আরো বেশি হলে বিপিএল আরো বড় হবে।’

এমন উচ্ছ্বসিত অবস্থায় প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা। জয় দিয়ে নিজেদের শুরুটা দুর্দান্তভাবে করতে চাইছেন দলটির নেতা সাকিব, ‘ভালোভাবে শুরু করতে হবে। সেটা করতে পারলে টুর্নামেন্টে ভালো ফল করা সম্ভব। আমাদের টিমে যে পরিমাণ ভালো খেলোয়াড় আছে, তাদের নিয়ে ভালো কিছু করতে পারি। এখানে বেশ ভালো রান হবে। ম্যাচও খুব ভালো হবে বলে আমার বিশ্বাস।’

জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর ইচ্ছা সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনেরও। নিজেদের মাঠে খেলার সুবিধা নিতে চান নাসির, ‘সব টিমের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সিলেট সিক্সার্সের জন্য সিলেটের মানুষের সাপোর্ট পাবে। সিলেটবাসী আমাদের সাথে আছে। আমরা প্রতিটা ম্যাচে সেরাটা খেলার চেষ্টা করবো। আর উইকেট দেখে মনে হচ্ছে ভালো ব্যাটিং উইকেট হবে। আমরা ভালোভাবে শুরু করতে চাই।’

এবারও রাজশাহীর অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিজকে দু’বার টি-২০ বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া ড্যারেন স্যামি। গেল আসরে রাজশাহীকে খাদের কিনারা থেকে তুলে ফাইনালে এনেছিলেন স্যামি। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে, এবারও রাজশাহী ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা দলের। এবার স্যামির ডেপুটি হিসেবে থাকছেন মুশফিকুর রহিম। তাই মুশফিকুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো করার কথা বললেন স্যামি, ‘সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিতে চাই। সহ-অধিনায়ক হিসেবে মুশফিক মানসম্মত ও অভিজ্ঞ খেলোয়াড়। মুশফিকের সঙ্গে দলের সব খেলোয়াড়রা আমাকে সহায়তা করবেন বলে আমি আশাবাদী। এবারে সব দল সমান শক্তিশালী, খেলায় প্রতিযোগিতা হবে।’

বিপিএলের প্রথম তিন আসরেই নিজ দলকে শিরোপা এনে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সকে এবং তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। কিন্তু চতুর্থ আসরে দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ ম্যাশ। তাই পঞ্চম আসরের জন্য মাশরাফিকে ছেড়ে দেয় কুমিল্লা। ফলে পঞ্চম আসরে নতুন দল হিসেবে রংপুর রাইডার্সে যোগ দেন মাশরাফি।

প্রথম ম্যাচের আগে নিজ দল সর্ম্পকে মাশরাফি বলেন, ‘আমরা দল হিসেবে বেশ শক্তিশালী। এ সব টুর্নামেন্টে একেকজন একেক জায়গা থেকে আসে, সুতরাং কম্বিনেশনটা গুরুত্বপূর্ণ। দল হয়ে খেলার চেষ্টা করবো। এ ধরনের টুর্নামেন্টে সবাই টার্গেট করে চ্যাম্পিয়ন হওয়ার। দেশি যারা খেলবে তাদের জন্য বিপিএল দারুণ সুযোগ। বিশেষ করে এই আসরে। কারণ অনেক ভালো ভালো খেলোয়াড় আসছে। অনেক উত্তেজনা থাকবে।’

বাংলাদেশ সময়: ১২:৪১:৪৩   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ