সরকার হামলা ধামাচাপা দিতে অপপ্রচার শুরু করেছে: ফখরুল

Home Page » আজকের সকল পত্রিকা » সরকার হামলা ধামাচাপা দিতে অপপ্রচার শুরু করেছে: ফখরুল
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে আজ দুপুর সোয়া ২টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে, ফেনীতে খালেদা জিয়ার গাড়ির বহরের হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চার দিনের সফর শেষে দুপুরে খালেদা জিয়া চট্টগ্রাম ছাড়ার আগে সংবাদ ব্রিফিং করেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ওই আক্রমনে আমাদের গাড়ি ভাংচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাংচুর করা হয়েছে, তারা (সাংবাদিকরা) হামলার শিকার হয়েছেন। আপনারা সবই জানেন কারা আক্রমন চালিয়েছে, এই আক্রমনকারীরা কারা তা পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে চলে এসেছে। এছাড়া, ক্ষমতাসীন দল এ নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই ঘটনা বিষয়ে আশা করেছিলাম তিনি (ওবায়দুল কাদের) অন্ততঃ এইটুকু করবেন যে, এটাকে নিন্দা করবেন প্রথমেই এবং এটা প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবেন হামলাকারীদের বের করবার। আর খোঁজার দরকার নেই, তাদের পরিচয় জানা হয়ে গেছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করবেন।

তিনি বলেন, এটা না করে তারা (ক্ষমতাসীনরা) যেসমস্ত কথা বলছেন, বলেই যাচ্ছেন। সেটাকে আমরা সুস্পষ্টভাবে মনে করি সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া।
আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখনও সময় আছে, এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তাদের উচিৎ হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গিয়াস কাদের চৌধুরী, উপদেষ্টা এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ বিএনপির সিনিয়র নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩৯   ৫৯৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ